ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিপাশা বলছেন, ‘টাচ মাই বডি’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
বিপাশা বলছেন, ‘টাচ মাই বডি’! বিপাশা বসু

ট্রেলার প্রকাশের পর থেকেই বিপাশা বসুর নতুন চলচ্চিত্র ‘অ্যালোন’ আলোচিত হচ্ছে। সম্প্রতি ছবিটির ‘কাতরা’ শিরোনামের একটি গানে তার স্বল্পবসনা উপস্থিতি সাড়া ফেলে।

এবার নতুন গানের ভিডিওতে সেই আবেদনকেও ছাড়িয়ে গেলেন তিনি।

বিপাশার ঠোঁট মেলানো ‘টাচ মাই বডি’ শিরোনামের গানটির ভিডিও উন্মুক্ত হলো ইউটিউবে। পার্টির উপযোগী গানটির মাধ্যমে সুদর্শন করণ সিং গ্রোভারকে নিজের রূপের মোহের প্রলোভন দেখান ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। বিপাশার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করতে গিয়ে অবশ্য শুরুতে বিব্রতই হয়েছিলেন করণ। কারণ তার কাছে বিপাশা হলেন সুপারস্টার।

‘টাচ মাই বডি’ গানটি গেয়েছেন অদিতি সিং শর্মা। সংগীতায়োজন করেছেন রাঘব সাচ্চার। ভূষাণ প্যাটেল পরিচালিত ‘অ্যালোন’ মুক্তি পাবে আগামী বছরের ১৬ জানুয়ারি।

* ‘টাচ মাই বডি’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।