ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠলো অক্ষয় কুমারের বিরুদ্ধে। এ কারণে ২০১২ সালে মুক্তি পাওয়া তার অভিনীত ‘খিলাড়ি ৭৮৬’ ছবিতে এ অপচেষ্টা করা হয়েছে বলে দাবি উঠেছে।
সম্প্রতি নাসিম বানো নামের এক ব্যক্তি অভিযোগটি তোলেন। তার বক্তব্যে বলা হয়, বিশেষ একটি সম্প্রদায়ের কাছে ‘৭৮৬’ সংখ্যাটি পবিত্র। কিন্তু ছবিটিতে ৭৮৬ সংখ্যার অপব্যবহার করা হয়েছে। এ কারণে অক্ষয়ের পাশাপাশি ছবিটির প্রযোজক হিমেশ রেশামিয়া, টুইংকেল খান্না ও সুনীল লুল্লা এবং পরিচালক আশীষ আর. মোহনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
কয়েকদিন আগে মুক্তিপ্রাপ্ত আমির খানের ‘পিকে’ ছবির বিরুদ্ধেও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে। ধারণা করা হচ্ছে, এর সূত্র ধরেই মুক্তির দুই বছর পর ‘খিলাড়ি ৭৮৬’ ছবির বিরুদ্ধে অভিযোগ উঠলো।
বাংলাদেশ সময় : ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪