ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সেলফিতে ফারুক আহমেদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
সেলফিতে ফারুক আহমেদ ‘দোস্ত দুশমন’ নাটকের দৃশ্যে তাসনুভা তিশা ও ফারুক আহমেদ

সাউথ ইস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস দিয়ে হেঁটে শিক্ষকদের কক্ষে যাচ্ছেন ফারুক আহমেদ। জানা গেলো, তিনি এখন এখানে শিক্ষকতা করছেন।

তার হাতে সারাক্ষণ একটা ট্যাব থাকে। কিন্তু প্রযুক্তিতে অনেক পিছিয়ে আছেন তিনি। এ কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাকে। অন্যদের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ছাত্রদের দিয়ে তিনি নিজের ট্যাবে হোয়াটসআপ, ভাইবার অ্যাপ্লিকেশনগুলো সেটআপ করিয়ে নেন। সুযোগ পেলেই সেলফি তোলেন, অন্যদের সেলফিতেও নিজের মুখটা বাড়িয়ে দেন।

ফারুক আহমেদকে এসব করতে দেখা যাবে ‘দোস্ত দুশমন’ ধারাবাহিক নাটকে। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘গোটা বিশ্ব এখন সেলফি-জ্বরে কাবু। তাছাড়া মোবাইলে ব্যবহৃত নানা অ্যাপ্লিকেশনও জনপ্রিয়। এসব বিষয় নিয়ে এই প্রজন্মের তরুণ-তরুণীদের জীবনযাপনকে ঘিরেই সাজানো হয়েছে নাটকটি। ’

‘দোস্ত দুশমন’ নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়শ্রী কর জয়া, ডা. এজাজ, বন্যা মির্জা, সাজু খাদেম, জেনি, অ্যালেন শুভ্র, কাজী আসিফ, শবনম ফারিয়া, তৌসিফ মাহবুব, সোনিয়া হোসেন, তাসনুভা তিশা, শামীমা নাজনীন, ডিকন নূর, এবি রোকন প্রমুখ। নতুন বছরে মাছরাঙা টিভিতে এর প্রচার শুরু হবে।

বাংলাদেশ সময় : ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

** রাজের ‘দোস্ত দুশমন’ যারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।