ভারতের দক্ষিণী ছবির মহাতারকা রজনীকান্তর নতুন ছবি ‘লিঙ্গ’ দেখার সময় প্রেক্ষাগৃহেই মারা গেলেন তার এক অন্ধভক্ত। ৫৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম সি.রাজেন্দ্রন।
কয়েমবাতোরের ত্রিচি সড়কের শান্তি থিয়েটার প্রেক্ষাগৃহে বড়দিনে ‘লিঙ্গ’ দেখছিলেন রাজেন্দ্রন। পেরুরে গ্রিল তৈরির ওয়ার্কশপ চালাতেন তিনি। পরিবারের কাউকে কিছু না জানিয়ে লুকিয়ে প্রিয় তারকা রজনীকান্তর ছবির নাইট শো দেখতে চলে গিয়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরতি পর্যন্ত জীবিত ছিলেন রাজেন্দ্রন। বিরতিতে পপকর্ন আর কোমল পানীয় খেয়েছিলেন তিনি। বিরতির পর ছবি শুরু হতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজেন্দ্রন।
পুলিশ জানিয়েছে, ছবি শেষ হওয়ার পরও তাকে উঠতে না দেখে প্রেক্ষাগৃহের কর্মকর্তারা ভেবেছিলেন, তিনি বোধহয় ঘুমিয়ে গেছেন। কিন্তু পরে তারা মৃত্যুর বিষয়টি বুঝতে পারেন। এ কারণে দিবাগত রাত ২টা ২৫ মিনিটে অ্যাম্বুলেন্স ডেকে কয়েমবাতোর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে (সিএমসিএইচ) নিয়ে যাওয়া হয় তাকে।
চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছার দুই ঘণ্টা আগেই মারা গেছেন রাজেন্দ্রন। পকেটের ড্রাইভিং লাইসেন্স দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। এ ঘটনায় রজনীকান্তর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কে.এস. রবিকুমার পরিচালিত ‘লিঙ্গ’ মুক্তি পায় গত ১২ ডিসেম্বর। এতে রজনীকান্তর নায়িকা হয়েছেন সোনাক্ষী সিনহা ও আনুশকা শেঠি।
বাংলাদেশ সময় : ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪