‘বিধাতার লেখন না যায় খন্ডন’- প্রবাদটি বলিউড তারকাদের বেলায় শতভাগ সত্যি। এ ক্ষেত্রে সবার আগে থাকবে সম্ভবত সালমান খানের নাম।
* বাজিগর (১৯৯৩)
‘বাজিগর’ ছবির জন্য পরিচালক আব্বাস-মাস্তানের প্রথম পছন্দ ছিলেন সালমান খান। কিন্তু তিনি হ্যাঁ বলেননি। অগত্যা তার জায়গায় বেছে নেওয়া হয় শাহরুখ খানকে। ছবিটির সুবাদে শাহরুখ খানকে শুধু তারকাই হননি, সঙ্গে দু’হাত ভরে পুরস্কারও এনে দিয়েছে তাকে।
* জোশ (২০০০)
মনসুর খান পরিচালিত ছবিটিতে শাহরুখ খান অভিনয় করেন ম্যাক্স ডায়াস চরিত্রে। এমন একটি চরিত্র যে কেউ লুফে নিতে চাইতেন। কিন্তু সালমান খানের সময় ফাঁকা ছিলো না। ফলে তাকে ভেবে রাখা এ ছবিও চলে যায় শাহরুখের মুঠোয়।
* কাল হো না হো (২০০৩)
খুব কম সংখ্যক ছবিই আছে যা মানুষের মনকে স্পর্শ করে যায়। এর মধ্যে অন্যতম হলো ‘কাল হো না হো’। এতে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান ও সাইফ আলি খান। তবে সাইফের জায়গায় প্রথম পছন্দ ছিলেন সালমান খান। কিন্তু শাহরুখের সঙ্গে একই ছবিতে পার্শ্বঅভিনেতা হতে চাননি তিনি।
* চাক দে ইন্ডিয়া (২০০৭)
হাতে ফাঁকা সময় না থাকায় সালমান খানের জন্য ভেবে রাখা এ ছবিও চলে যায় শাহরুখ খানের ঝুলিতে। মহিলা হকি দলের কীর্তি দিয়ে সাজানো ‘চাক দে ইন্ডিয়া’ শুধু বক্স অফিসেই সাড়া ফেলেনি, সঙ্গে সমালোচকদের প্রশংসা আর ভুরি ভুরি পুরস্কারও জিতেছে।
*গজিনি (২০০৮)
এআর মুরুগাদস পরিচালিত ছবিটির চিত্রনাট্য হাতে পেয়ে আমির খান নিজেই সালমান খানের নাম সুপারিশ করেছিলেন। কিন্তু প্রস্তাবটি গ্রহণ করেননি সল্লু। অগত্যা তা ফিরে আসে আমিরের দুয়ারে। ‘গজিনি’ ছিলো ২০০৮ সালের সবচেয়ে ব্যবসাসফল ছবি।
বাংলাদেশ সময় : ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪