চট্টগ্রামের নান্দীমুখ নাট্যদলের আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে নান্দীমুখ দক্ষিণ এশিয়া নাট্যোৎসব ২০১৫। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আগামী ২ জানুয়ারি শুরু হয়ে এই উৎসব চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
উৎসবে নাট্য প্রযোজনা নিয়ে অংশগ্রহণ করবে বাংলাদেশ, ভারত ও নেপালের কয়েকটি নাট্যদল। ঢাকার নাটকগুলো হলো- বটতলার ‘দ্য ট্রায়াল অব মালাম ইলিয়া’, পদাতিক নাট্যসংসদ বাংলাদেশের ‘পোড়ামাটি’, বিবর্তনের (যশোর) ‘বিসর্জন’, চট্টগ্রামের ‘ঊর্ণাজাল’ এবং ‘তবুও মানুষ’। ভারত থেকে আসছে মাঙ্গলিকের ‘মানুষ ভ‚ত’, সংলাপ (কলকাতা) ‘নিরাশ্রয়’, রঙ্গাশ্রমের (বহরমপুর) ‘প্রতারক’। এ ছাড়া থাকছে নেপালের মান্ডালা থিয়েটারের ‘জাম্পিং ফ্রগ’।
২ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি সচিব ডঃ রনজিৎ কুমার বিশ্বাস। উৎসব উদ্বোধন করবেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক।
নান্দীমুখ দক্ষিণ এশিয়া নাট্যোৎসব উদযাপন প্রসঙ্গে নান্দীমুখ দলপ্রধান অভিনেতা-নির্দেশক অভিজিৎ সেনগুপ্ত বলেন, ‘জনসংযোগের জন্য থিয়েটার সত্যিকার অর্থে শক্তিশালী মাধ্যম। তাই আমরা নাট্যচর্চা করে আসছি জনগণের জন্য। উৎসবটি সবাই উপভোগ করলেই আমাদের প্রাপ্তির আশা পূর্ণ হবে। ’
বাংলাদেশ সময় : ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪