ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কক্সবাজার সমুদ্র সৈকতে জেমস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
কক্সবাজার সমুদ্র সৈকতে জেমস জেমস / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পুরনো ইংরেজি বছরের শেষ দিন কক্সবাজারে থাকলে সামনে পেয়ে যেতে পারেন নগরবাউল জেমসকে। আগামী ৩১ ডিসেম্বর বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতে সংগীত পরিবেশন করবেন তিনি।



‘কাউন্ট ডাউন টুনাইট’ শিরোনামের কনসার্টটির আয়োজন করেছে এসএ টিভি। এখানে জেমসের পাশাপাশি গাইবেন মিলা এবং ‘বাংলাদেশি আইডল’ প্রতিযোগিতা থেকে উঠে আসা মং, মন্টি, তামিম, জুয়েল, বৃষ্টি, সামি, পংকজ, শৌরিন, আরিফ, তালহা।

আগামী ৩১ ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বিকেল সাড়ে ৫টায় কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে এসএ টিভি। প্রযোজনায় আশরাফ উজ জামান ও কামরুজ্জামান রঞ্জু।

বাংলাদেশ সময় :  ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।