ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আনন্দের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
আনন্দের গান

নতুন বছরের শুরুতেই সিডি চয়েস বাজারে আনছে তারেক আনন্দের কথা ও আয়োজনে মিশ্র অ্যালবাম ‘আনন্দের গান’। এতে গান গেয়েছেন ১৫ জন জনপ্রিয় সংগীতশিল্পী।



বেলাল খান গেয়েছেন ‘টুপটাপ বৃষ্টি’ শিরোনামের গান। সংগীত পরিচালনায় অয়ন চাকলাদার। নদীগর্ভে বসতবাড়ি বিলীন হয়ে যাওয়ার স্মৃতি নিয়ে ‘যমুনার চর’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন রাজিব। ‘আমার সাদাকালো দুঃখগুলো মেঘ হয়ে ওড়ে’ গানটি গেয়েছেন কাজী শুভ। রক ধাঁচের গান ‘বেদনার আকাশে উড়ছে নীল ঘুড়ি’ গেয়েছেন সজল। ‘কাঁদাতে পারো আমায়’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন ঝিলিক।

রোমান্টিক ধাঁচের দ্বৈত গান গেয়েছেন ইলিয়াস হোসাইন-রাদিত, অয়ন চাকলাদার-লাবণ্য, মুন-মশিউর বাপ্পি, কর্নিয়া-মাসুম, প্রিন্স মামুন-চৈতী মুৎসুদ্দী। ‘আনন্দের গান’-এর সুরকার ও সংগীত পরিচালক বেলাল খান, অয়ন চাকলাদার, রেজওয়ান শেখ ও মশিউর বাপ্পি।

অ্যালবামটিতে বাড়তি পাওনা হিসেবে শ্রোতাদের জন্য রয়েছে ফুটবল বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসিকে নিয়ে লেখা গান ‘মেসি বাংলা সং’। এর সুর করেছিলেন সজল। সংগীত পরিচালনায় রেজওয়ান শেখ। এতে কণ্ঠ দেন সজল, মাসুম ও কর্নিয়া।

গীতিকার তারেক আনন্দ বলেন, ‘এবারই প্রথম কোনো পূর্ণাঙ্গ অ্যালবাম আয়োজন করেছি। আশা রাখি, এগুলো শ্রোতাদের নির্মল আনন্দ দেবে। ’

বাংলাদেশ সময় :  ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।