ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আর চুপ থাকলেন না অ্যাডেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
আর চুপ থাকলেন না অ্যাডেল অ্যাডেল

ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে খুব একটা কথা বলেন না অ্যাডেল। তবে এবার চুপ থাকলেন না।

দীর্ঘদিনের প্রেমিক সিমন কোনেকির সঙ্গে তার ছাড়াছাড়ির মুখরোচক একটি খবর ২৭ ডিসেম্বর প্রকাশ করে যুক্তরাজ্যের ট্যাবলয়েড দ্য সান। কিন্তু এটা পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ এই গায়িকা।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ২৮ ডিসেম্বর দেওয়া এক বার্তায় পত্রিকার খবরে পাত্তা না দেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাডেল। তিনি বলেছেন, ‘বড়দিনের ছুটি সবার আনন্দে কেটেছে আশা করি। ২০১৫ সালের জন্য আগাম শুভকামনা রইলো। সিমন ও আমি একসঙ্গেই আছি। পত্রপত্রিকায় আমাকে নিয়ে ছাপানো বিচ্ছেদের খবরটি পড়ে বিশ্বাস করবেন না। ’

গত অক্টোবরের পর থেকে টুইটারে কোনো বার্তাই দেননি অ্যাডেল। এর আগে ২০১২ সালের জানুয়ারিতে গুঞ্জন ছড়িয়ে পড়ে, অ্যাডেলের সঙ্গে প্রেম করলেও স্ত্রীর সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি কোনেকির। সে সময় রেগেমেগে অ্যাডেল বলেন, ‘প্রথম ও শেষবারের মতো সিমনের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে মন্তব্য করছি। ওর বিচ্ছেদ হয়ে গেছে আরও চার বছর আগে। ’

অ্যাডেল ও সিমন জুটির ২ বছর বয়সী এক পুত্রসন্তান আছে। সংসার সামলানোর পাশাপাশি নিজের তৃতীয় স্টুডিও অ্যালবামের কাজ এগিয়ে নিচ্ছেন ২৬ বছর বয়সী এই তারকা। তার আগের অ্যালবাম ‘টোয়েন্টি ওয়ান’ (২০১১) শুধু যুক্তরাষ্ট্রেই ১ কোটি ১০ লাখ কপি বিক্রি হয়েছে।

বাংলাদেশ সময় : ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

** অ্যাডেলের প্রতিদিনের আয় ৮০ হাজার পাউন্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।