ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

টাকা ঢালবেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
টাকা ঢালবেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

অভিনয় ও গানের পর এবার টাকা ঢেলে প্রযোজনায় নাম লেখাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি নিজের প্রতিষ্ঠানের নাম রেখেছেন পারপল পিবেল পিকচার্স।

তার প্রযোজিত প্রথম ছবির নাম ‘ম্যাডামজি’। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয়ও করবেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। এক আইটেম কন্যার জীবনকে ঘিরে ছবিটির গল্প। একসময় রাজনীতির ময়দানে যুক্ত হয় সে।
inner_priyanka
প্রযোজনায় নাম লেখানোর অনুভূতি জানিয়ে বার্তা সংস্থা পিটিআইকে প্রিয়াঙ্কা বলেছেন, ‘এতেদিন নির্মাতাদের চাওয়া মেনে নানান চরিত্র ফুটিয়ে তুলেছি পর্দায়। এখন অফিসে বসে নিজেই প্রযোজকের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াগুলো উপভোগ করছি। সব মিলিয়ে দারুণ। ’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন ছবির দৃশ্যধারণের সময় অনেক সহকারী পরিচালকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার। তারা অসাধারণ কিছু পান্ডুলিপি দিয়েছিলো। কিন্তু প্রযোজনার সুযোগ হচ্ছিলো না। সত্যি বলতে বড় বাজেটের ছবি তৈরির সামর্থ্য আমার নেই। মেধাবীদের নিয়ে স্বল্প বাজেটের ছবিই প্রযোজনা করবো। ’

‘ম্যাডামজি’ দিয়ে প্রযোজক হিসেবে যাত্রা শুরু প্রসঙ্গে তিনি জানান, ‘এটি নারীর ক্ষমতায়নের সঙ্গে প্রাসঙ্গিক। তিনি এখন সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ এবং জোয়া আখতারের ‘দিল ধাড়কানে দো’ ছবি দুটির কাজ একসঙ্গে টানা করছেন। আমেরিকার এবিসি নেটওয়ার্কের একটি প্রকল্পে কাজ করার চুক্তিও হয়েছে তার।

কাজের ব্যস্ততার ফাঁকে ইংরেজি নববর্ষকে ঘিরে অবসর সময় কাটাবেন প্রিয়াঙ্কা। ভাইয়ের বিয়ের জন্য কেনাকাটায় ব্যস্ত তিনি।

বাংলাদেশ সময় : ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।