মহান বিজয় দিবস উপলক্ষে লেজার ভিশন বাজারে এনেছে দেশাত্মবোধক গানের মিশ্র অ্যালবাম ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’। এতে গান রয়েছে ১৪টি।
অ্যালবামটিতে রয়েছে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত। অন্য গানগুলো লিখেছেন ড. মনিরুজ্জামান, গোলাম মোর্শেদ, নঈম গহর, কাওসার আহমেদ চৌধুরী, আবু ওমরাহ মোহাম্মদ ফখরুদ্দীন, কবি আজিজুর রহমান, মাহফুজুর রহমান মাফু। সুর করেছেন লাকী আখন্দ, আলাউদ্দিন আলী, ধীর আলী মিঞা ও নিপো।
অ্যালবামটির উল্লেখযোগ্য কয়েকটি গানের শিরোনাম- ‘একি অপরূপ রূপে মা তোমার’, ‘আমি ভালোবাসি এই বাংলাকে’, ‘জন্ম আমার ধন্য হলো’, ‘ও আমার বাংলা মা তোর’, ‘ও আমার দেশের মাটি’, ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’, ‘আমার সোনার বাংলা’ ইত্যাদি।
বাংলাদেশ সময় : ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪