ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বাধীনতা তোমাকে নিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
স্বাধীনতা তোমাকে নিয়ে (বাঁ থেকে) শাহনাজ রহমতউল্লাহ, সুবীর নন্দী, ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার

মহান বিজয় দিবস উপলক্ষে লেজার ভিশন বাজারে এনেছে দেশাত্মবোধক গানের মিশ্র অ্যালবাম ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’। এতে গান রয়েছে ১৪টি।

এগুলো গেয়েছেন দেশের কয়েকজন প্রতিথযশা কণ্ঠশিল্পী। তারা হলেন- শাহনাজ রহমতউল্লাহ, সাদী মহম্মদ, লাকী আখন্দ, সুবীর নন্দী, মানাম আহমেদ, খায়রুল আনাম শাকিল, ফাহমিদা নবী, মহিউজ্জামান চৌধুরী ময়না, এস আই টুটুল, সামিনা চৌধুরী, পঞ্চম, বাপ্পা মজুমদার, শারমিন সাথী ইসলাম ময়না ও ঝুমা খন্দকার।

অ্যালবামটিতে রয়েছে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত। অন্য গানগুলো লিখেছেন ড. মনিরুজ্জামান, গোলাম মোর্শেদ, নঈম গহর, কাওসার আহমেদ চৌধুরী, আবু ওমরাহ মোহাম্মদ ফখরুদ্দীন, কবি আজিজুর রহমান, মাহফুজুর রহমান মাফু। সুর করেছেন লাকী আখন্দ, আলাউদ্দিন আলী, ধীর আলী মিঞা ও নিপো।

অ্যালবামটির উল্লেখযোগ্য কয়েকটি গানের শিরোনাম- ‘একি অপরূপ রূপে মা তোমার’, ‘আমি ভালোবাসি এই বাংলাকে’, ‘জন্ম আমার ধন্য হলো’, ‘ও আমার বাংলা মা তোর’, ‘ও আমার দেশের মাটি’, ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’, ‘আমার সোনার বাংলা’ ইত্যাদি।

বাংলাদেশ সময় :  ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।