প্রাচী দেশাইয়ের সব খবরই দর্শকদের জানা। টিভি পর্দা দিয়ে শুরু, ফারহান আখতারের হাত ধরে চলচ্চিত্রে আত্মপ্রকাশ- এসব দর্শক জানলেও, এখন পর্যন্ত একটি খবর তারা জানে না।
হিসেব ওলট পালট হয়ে যাচ্ছে, তাই না? পুরোটা শুনলে একবিন্দুও ওলট পালট মনে হবে না। আজহারউদ্দিনের সঙ্গে প্রাচী দেশাইয়ের এ ঘটনা রিয়াল লাইফের নয়, রিল লাইফের। প্রাচী দেশাইকে সর্বশেষ বড়পর্দায় দেখা গিয়েছিলো ২০১০ সালে। ইমরান হাশমির সঙ্গে ‘ওয়ান্স আপন আ টাইম’ ছবিতে অভিনয়ের পর নিয়েছিলেন চার বছরের বিরতি।
প্রাচী বিরতি ভাঙ্গছেন। বালাজি প্রডাকশনের একটি ছবিতে অভিনয় করবেন তিনি। এতে তাকে দেখা যাবে ক্রিকেট তারকা আজহারউদ্দিনের প্রথম স্ত্রী নউরিনের চরিত্রে। ১৯৮৭ সালে নউরিনকে বিয়ে করেছিলেন আজহার। এরপর ৯ বছরের দাম্পত্য জীবন, দু’টি পুত্র সন্তান এবং সবশেষে বিচ্ছেদ। এরপর বিয়ে করেছিলেন সঙ্গীতা বিজলানিকে।
চরিত্রটি নিয়ে প্রাচী এখন খুব সময় দিচ্ছেন। ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য নউরিনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখাও করবেন তিনি। শোনা যাচ্ছে, ছবিটিতে সঙ্গীতা বিজলানির চরিত্রে কারিনা কাপুরকে দেখা যেতে পারে।
বাংলাদেশ সময় : ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪