ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিরবের বিরুদ্ধে অপহরণ মামলা ঋদ্ধির বাবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
নিরবের বিরুদ্ধে অপহরণ মামলা ঋদ্ধির বাবার বিয়ের পর নিরব ও তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি

ঢাকা: চিত্রনায়ক নিরবের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছেন তার সদ্য বিবাহিতা স্ত্রী তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধির বাবা আবু তাহের চৌধুরী।

রোববার (২৮ ডিসেম্বর) উত্তরা পূর্ব থানায় মামলাটি দায়ের করা হয় বলে সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বাংলানিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন ও উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইকবাল হোসেন।



ইকবাল হোসেন বলেন, আবু তাহের চৌধুরী মামলার অভিযোগে দাবি করেছেন, অনেক আগেই তার মেয়ে ঋদ্ধির অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। রোববার বিয়ে অনুষ্ঠানের জন্য ঋদ্ধি সাজগোজ নিতে একটি বিউটি পার্লারে যান। সেখান থেকেই জনৈক নিরব তার মেয়েকে অপহরণ করেন।

আলী হোসেন বলেন, রোববার মামলা দায়ের করা হলেও আসামি নিরবের ‍বিরুদ্ধে আমরা এখনও কথা বলতে পারিনি।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।