বিয়ে করে ভালো বিপাকেই পড়েছেন চিত্রনায়ক নিরব। তার বিরুদ্ধে মেয়েকে অপহরণের মামলা করেছেন শ্বশুর আবু তাহের চৌধুরী।
নিরবের সঙ্গে সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছে। তিনি গ্রামীণফোন এবং বাংলালিংকের যে দুটি মোবাইল নাম্বার ব্যবহার করেন, তা এখন বন্ধ পাওয়া যাচ্ছে।
জানা গেছে, সর্বশেষ ২৯ ডিসেম্বর সন্ধ্যার পর নিজের ফেসবুক পেজে বিয়ের সময় তার ও ঋদ্ধির তোলা একটি ছবি পোস্ট করেন নিরব। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কোনো ফটোসেশনের ছবি নয়, আসল ছবি। ঘটনা সত্য। ’
২৬ ডিসেম্বর নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্রী তাসফিয়া তাহের ঋদ্ধির সঙ্গে ঘরোয়াভাবে নিরবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর দুই দিন পর উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় আবু তাহের চৌধুরী উল্লেখ করেন, একটি বিউটি পার্লার থেকে ঋদ্ধিকে অপহরণ করেছেন নিরব।
এদিকে নিরবের বিয়ে ও শ্বশুরের মামলা শহরজুড়ে চায়ের কাপে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা মনে করেন, নিরবের মতো জনপ্রিয় তারকার বিরুদ্ধে অপহরণের অভিযোগ তোলা হাস্যকর। বিউটি পার্লারে ছেলেদের প্রবেশের নিয়মে নেই। তাই অপহরণ করার প্রশ্ন অবান্তর।
নিরবের ছবির নির্মতারা মনে করেন, প্রাপ্তবয়স্ক মেয়ে হিসেবে ঋদ্ধি নিজের ইচ্ছায় বিয়ে না করতেই পারেন। এতে তারা দোষের কিছু দেখছেন না। তারা এই বিয়ে মেনে নেওয়ার জন্য ঋদ্ধির বাবার প্রতি আহ্বান জানিয়েছেন।
ধারণা করা হচ্ছে, নিরবের বিয়েকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে পুলিশ মীমাংসার পথেই হাঁটবে। এজন্য তারা ঋদ্ধির সঙ্গে কথা বলবে। তিনি যদি বাবার তোলা অভিযোগ প্রত্যাখ্যান করেন তাহলে এই অপহরণ মামলার কোনো ভিত্তি থাকবে না বলে আশা করছে নিরবের শুভাকাঙ্ক্ষীরা। সবার আশা, নিরব মোবাইল চালু করে সংবাদ সম্মেলন কিংবা অন্য কোনো উপায়ে বিষয়টির নিষ্পত্তি ঘটাতে সংশ্লিষ্টদের সহযোগিতা করবেন।
বাংলাদেশ সময় : ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
** বিয়ে করে ফেললেন নিরব
** ঋদ্ধিকে অপহরণ করে বিয়ে করেছেন নিরব!