নতুন বছরে নতুন করে মাঠে নামার পরিকল্পনা করছেন মিষ্টি জান্নাত। তিনি ঢাকাই ছবির উঠতি চিত্রনায়িকা।
এ তালিকায় যোগ হলো আরও দু’টি- ‘ভালোবেসে ছুঁয়ে দিলাম’ ও ‘ভালোবাসার রাজকুমারি’। মিষ্টি বলছেন, ‘গল্প দু’টি রোমান্টিক। সঙ্গে থাকছে কমেডি ও অ্যাকশন। ’ দু’টি ছবিরই পরিচালক সজল আহমেদ। অভিনয়ের জন্য চুক্তিপত্রে সই করেছেন মিষ্টি। তবে ছবি দু’টিতে তার নায়ক কারা থাকছেন, সেটি চুড়ান্ত হয়নি এখনও।
জানালেন, ‘ভালোবেসে ছুঁয়ে দিলাম’ ছবিতে আমাকে দেখা যাবে চিকিৎসক চরিত্রে। উল্লেখ্য, ব্যক্তিজীবনেও মিষ্টি একজন হবু চিকিৎসক। পড়ছেন দন্তবিদ্যায়।
বাংলাদেশ সময় : ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪