ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যখন যেখানে থার্টি ফার্স্ট নাইট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
যখন যেখানে থার্টি ফার্স্ট নাইট এশিয়ান টিভির ‘বিজয় সন্ধ্যা’য় শিশির, সাকিব আল হাসান, দেবাশিষ বিশ্বাস ও নাবিলা

বিদায় নিচ্ছে বছর। আসছে আরেক বছর।

পুরনো বছরের রোগ-শোক-জরা-ক্লান্তি মুছে ধুয়ে বছরের শেষ দিনটা তাই আনন্দের। নতুন বছরকে, নতুন ভবিষ্যতকে স্বাগত জানানোর দিনও এটি। দিনটিকে উপলক্ষ করে দেশের বিভিন্ন স্থানে থাকছে কনসার্ট, হাসি, উল্লাস। পিছিয়ে নেই ছোটপর্দাও। তারাও এদিন হাজির হচ্ছে বিশেষ অনুষ্ঠান নিয়ে।

এক পৃথিবী স্বপ্ন
এটিএন বাংলায় রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘এক পৃথিবী স্বপ্ন’। এতে থাকবে মাহফুজুর রহমানের গাওয়া ১৩ টেলিফিল্মের গান। গানগুলো হলো ‘মন আমার হারিয়ে যায়’, ‘তোমার চোখে’, ‘আমার চারিপাশে’, ‘হাত বাড়াও আমি আছি’, ‘মানেনা মন মানেনা’, ‘আমার একটাই হৃদয় একটাই জীবন’, ‘এক পৃথিবী স্বপ্ন দেব’, ‘আমি তোমার জন্য বিধাতার কাছে’, ‘চাঁদ নিবে না নিবে তারা’, ‘তুমি কি সুন্দর অন্ধ’, ‘বেঁচে থাকা বড় কঠিন’, ‘কেমন করে উজার করে’ ও ‘বড় ভালোবাসি তোমাকে’। প্রযোজনা মুকাদ্দেম বাবু।

সৈকতে ঝংকার
দেশটিভিতে বিকেল সাড়ে ৫টায় প্রচার হবে সরাসরি কনসার্ট ‘সৈকতে ঝংকার’। চ্যানেলটির উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে আয়োজন করা হয়েছে এ কনসার্টের। গান গাইবেন এলআরবি, দলছুট, ফিডব্যাক, হায়দার হোসেন ও শাহনাজ বেলী। উপস্থাপনা আমব্রিন, প্রযোজনায় আলমগীর হোসেন ও সুমনা সিদ্দিকী।

বধু তুমি কার
একুশে টিভিতে দুপুর দেড়টায় প্রচার হবে চলচ্চিত্র ‘বধু তুমি কার’। পরিচালনায় শেখ নজরুল ইসলাম। অভিনয়ে রিয়াজ, শাবনুর, এটিএম শামসুজ্জামান প্রমুখ।

সিজেএফবি ধামাকা
একুশে টিভিতে রাত সাড়ে ৯টায় প্রচার হবে ‘সিজেএফবি ধামাকা’। বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি’র ১৫ বছর পূর্তি উপলক্ষে কিছুদিন আগে অনুষ্ঠিত হয় এ জমকালো উৎসব। ধারণকৃত ঐ অনুষ্ঠানটিই একুশে টিভি প্রচার করছে থার্টি ফার্স্টে। প্রযোজনায় ইসরাফিল শাহীন।

মিউজিক ক্লাব
বাংলাভিশনে রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’। থার্টি ফার্স্ট উপলক্ষে নিয়মিত এ আয়োজনে এদিন থাকছেন দীপ্ত ও তার ব্যান্ড ‘অরণ্য’। প্রযোজনা নাহিদ আহমেদ বিপ্লব।


বিজয় সন্ধ্যা
এশিয়ান টিভিতে সন্ধ্যা ৭টায় প্রচার হবে ‘বিজয় সন্ধ্যা’। বছরের শেষদিনের এ আয়োজনে থাকবে নাচ, গান ও ফ্যাশন শো। অংশ নিয়েছেন সাবিনা ইয়াসমিন, ফেরদৌস, মৌসুমী, নোবেল, মৌ, রিচি সোলায়মান, আঁখি আলমগীর, কনা, সাকিব আল হাসান, শিশির, তমা মির্জা, মেহজাবিন, নিরব ও নকুল কুমার বিশ্বাস। উপস্থাপনায় দেবাশীষ বিশ্বাস ও নাবিলা।

বাউলিয়ানায় বর্ষবিদায়
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে থার্টি ফার্স্টের কনসার্ট ‘বাউলিয়ানায় বর্ষবিদায়’। এটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি। গান গাইবেন মাকসুদ ও ঢাকা, বাউল শফি মন্ডল, ফকির শাহাবুদ্দিন এবং ‘বাউলিয়ানা’ প্রতিযোগিতার ৫ শিল্পী- দিতি, সাথী, কনা, দীপা ও বিউটি। কনসার্ট শুরু হবে দুপুর ৩টায়, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।


মোজো আনপ্লাগড-এ জেমস
বৈশাখী টিভিতে রাত ১১টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘মোজো আনপ্লাগড’। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এদিন অনুষ্ঠানে গাইবেন নগর বাউল জেমস।

কাউন্ট ডাউন টু নাইট
কক্সবাজার সমুদ্র সৈকতে আয়োজন করা হয়েছে থার্টি ফার্স্ট নাইটের কনসার্ট ‘কাউন্ট ডাউন টু নাইট’। কনসার্ট শুরু হবে বিকেল সাড়ে ৫টা থেকে। গাইবেন নগর বাউল জেমস ও মিলা। আরও থাকবেন বাংলাদেশী আইডলের মং, মন্টি, জুয়েল, বৃষ্টি, সামি, পংকজ, শৌরিন, আরিফ ও তালহা। সরাসরি প্রচার করবে এসএ টিভি। প্রযোজনায় আশরাফ উজ জামান ও কামরুজ্জামান রঞ্জু।

বাংলাদেশ সময় : ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।