শুরু করেছিলেন ২০০৪ সালে। এখন ২০১৫।
শুরু থেকেই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তাজিন। বছর গড়িয়েছে, ‘টিফিনের ফাঁকে’র আবেদন বেড়েছে সমানতালে। তিনিও শিশুদের মায়ায় পড়ে গেছেন। তার কথায়, ‘এই অনুষ্ঠানের প্রতি পর্বের সঙ্গেই আমার একেকটি স্মৃতি, অভিজ্ঞতা জড়িয়ে আছে। কত অসাধারণ মেধাবী শিক্ষার্থী চোখে পড়েছে আমার! ওদের গান, প্রখর মেধা, চিন্তাভাবনা প্রতি মুহূর্তে আমাকে নতুন করে পথচলার প্রেরণা দিয়েছে। ’
‘টিফিনের ফাঁকে’ তাই তাজিনকে ছাড়েনি, তাজিনও ছাড়েননি একে। জড়িয়ে রয়েছেন পরস্পর। ২০০৪ সালের ২ জানুয়ারি শুরু হয়েছিলো অনুষ্ঠানটি। এ বছর ১১ পূর্ণ করেছে। পা দিয়েছে ১২ বছরে। মুজাহিদুল ইসলাম তুষার এর পরিচালক। শুধু অনুষ্ঠান নয়, একই নামে ত্রৈমাসিক স্কুল ম্যাগাজিন প্রকাশ করা হচ্ছে। এ নামে সক্রিয় রয়েছে শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন পোর্টালও।
তাজিন অভিনয়ে অনিয়মিত অনেকদিন ধরেই। টিভি নাটক লিখেছেন, পরিচালনা করেছেন। সেখানে তিনি আরও অনিয়মিত। সক্রিয় বলতে ‘টিফিনের ফাঁকে’ নিয়েই।
বাংলাদেশ সময় : ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫