মঞ্চনাটকের দল বটতলা হাজির হবে বছরের প্রথম সন্ধ্যায়। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্ট থিয়েটার হলে ১ জানুয়ারি সন্ধ্যায় দেখা যাবে তাদের নাটক ‘দ্য ট্রায়াল অব মাল্লামা ইলিয়া’।
গত বছরের প্রথম দিনে হয়েছিলো এর উদ্বোধনী মঞ্চায়ন। বছর পেরিয়ে একই দিনে ‘দ্য ট্রায়াল অব মাল্লামা ইলিয়া’ হাজির হচ্ছে ১০ম প্রদর্শনী নিয়ে।
‘দ্য ট্রায়াল অব মাল্লামা ইলিয়া’ শুরু হয় একটি পরিকল্পিত বিপ্লবের মধ্য দিয়ে। ক্ষমতার অন্যতম গ্রহ মাল্লাম ইলিয়ার বাড়িতে হানা দেয় নব বিপ্লবীরা। স্পষ্ট নির্দেশ ছিলো বিনা রক্তপাতের। অথচ অন্ধকারে খুন হয়ে যান ইলিয়ার স্ত্রী হালিমা। ইলিয়াকে নিয়ে যাওয়া হয় গোপন স্থানে। শুরু হয় ট্রায়াল।
এতে অভিনয় করেছেন পংকজ মজুমদার, তৌফিক হাসান ভূঁইয়া, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, শেউতি, শাহগুফতা, মিজানুর রহমান, আব্দুল কাদের, ইমরান খান মুন্না, শামীমা শওকত লাভলী প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪