প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম বেশ কয়েকমাস ধরেই অসুস্থ। ল্যাবএইড হাসপাতালের কেবিনেই এতদিন তাঁর চিকিৎসাসেবা চলছিল।
চাষী নজরুল ইসলামের ছোট মেয়ে আন্নী ইসলাম বাংলানিউজকে বলেন, ‘দিন দশেক আগে আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরপরই দ্রুত তাঁকে কেবিন থেকে আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্রে) নিয়ে যাওয়া হয়। বাবার শরীরে ক্যানসার ধরা পড়েছে। ’
গত বছরের মে মাস থেকেই চিকিৎসক আকরাম হোসেনের দায়িত্বে রয়েছেন চাষী নজরুল ইসলাম। তিনি জানান, ৮ জানুয়ারি বিকেলে কিছুটা উন্নতি ঘটেছে। তবে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন। এরই মধ্যে অবশ্য তাঁকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হয়েছে।
বাবার বর্তমান অবস্থার জন্য দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন চাষী নজরুল ইসলামের মেয়ে আন্নী ইসলাম।
চাষী নজরুল ইসলাম ১৯৪১ সালের ২৩ অক্টোবর শ্রীনগর থানার সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক পেয়েছেন গুণী এ চলচ্চিত্র নির্মাতা। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে ওরা ১১ জন, সংগ্রাম, দেবদাস, মেঘের পরে মেঘ, শাস্তি, সুভা শুভদা, পদ্মা মেঘনা যমুনা, হাঙর নদী গ্রেনেড, হাছন রাজা ইত্যাদি।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫
** ফের হাসপাতালে চাষী