ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সঞ্জয়ের বাড়ি ফেরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
সঞ্জয়ের বাড়ি ফেরা সঞ্জয় দত্ত

আত্মসমর্পণ করতে জেলে গিয়েও বাড়ি ফিরে এলেন বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্ত। ১৪ দিনের প্যারোল শেষ হওয়ার পর বৃহস্পতিবার ইয়েরওয়াড়া জেলে ফেরার কথা ছিল তার।

বাড়ি থেকে বেরিয়ে তিনি পৌঁছেও ছিলেন জেলে। কিন্তু পুলিশ ও কারা দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে তার বাড়তি ছুটি মঞ্জুর হওয়ার বিষয়টি অমীমাংসিত থেকে যায়। ফলে তিনি বাড়িতেই ফিরে যান।

এদিকে সঞ্জয়ের আইনজীবী হীতেশ জৈন জানান, ‘সঞ্জয় দত্ত আমার সহকর্মীদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে পুনের জেলে গিয়েছিলেন। তখনই টিভিতে খবর দেখানো হচ্ছিলো, সঞ্জয়ের বাড়তি ছুটির আবেদন এখনও মঞ্জুর হওয়ার অপেক্ষায় মন্ত্রীর দপ্তরে রয়েছে। তাই তার জেলে ফেরার দরকার নেই। এখনই আত্মসমর্পণ না করলেও চলবে। ’

যোগ করে তিনি আরও বলেন, ‘জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও সাড়া না পেলে তাকে শুক্রবার আবার আত্মসমর্পণ করতে হবে। ’

গত ২৪ ডিসেম্বর নতুন বছর উদযাপনের জন্য প্যারোলে ১৪ দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন তিনি। ২৭ ডিসেম্বর সঞ্জয় ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন। কিন্তু জেল কর্তৃপক্ষ তা মঞ্জুর করেনি।

১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় বেআইনি অস্ত্র রাখার দায়ে পাঁচ বছরের সাজা ভোগ করছেন ৫৫ বছর বয়সী এই অভিনেতা।

** জেলে ফিরে গেলেন সঞ্জয় দত্ত


বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৮,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।