দেশসেরা মডেল নোবেলের ভক্ত শুধু সাধারণ দর্শকই নন, তারকাদের কাছেও তিনি প্রিয়। অভিনেতা সজল আর এক সময়ের লাক্স ফটোসুন্দরী মিলা হোসেন আছেন সেই তালিকায়।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, ‘চাকরির পাশাপাশি বিজ্ঞাপন কিংবা নাটকে কাজ করি। এ নাটকের গল্পটা খুব ভালো লেগেছে। মিলা এবং সজল আমার স্নেহভাজন। সব মিলিয়ে কাজটি নিয়ে আমি আশাবাদী। ’
কিছুদিন আগে দেশে ফিরেছেন মিলা। তিনি বলেন, ‘নোবেল ভাইয়ের সঙ্গে কয়েক বছর আগে আমেরিকায় একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। গত বছর একটি নাটকেও কাজ করেছি। তার সঙ্গে কাজ করতে পারা সবসময়ই আমার কাছে অনেক আনন্দের। ’
রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণ হয়েছে। চলতি বছরের রোজার ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘অতঃপর নদী’।
বাংলাদেশ সময় : ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫