ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বন্যার জন্মদিনের উপহার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
বন্যার জন্মদিনের উপহার!

অ্যালবাম একটি, গান ৫০টি। রবীন্দ্রনাথ ঠাকুরের গান।

গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। অ্যালবামটি নিয়ে বাড়তি আগ্রহের কারণ এখানেই। শ্রোতাদের আগ্রহ আরও খানিকটা উস্কে দিলেন বন্যা। বললেন, ‘সবই প্রেমের গান’।

গান যেহেতু ৫০টি, অ্যালবামের নাম তাই রাখা হয়েছে ‘গীতপঞ্চাশিকা’। ১৩ জানুয়ারি বন্যার জন্মদিন। তার একদিন আগেই ১২ জানুয়ারি সকালে চ্যানেল আই ভবনে হয়ে গেলো এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সে হিসেবে অ্যালবামটি তার জন্মদিনের উপহার, এ কথা বলাই যেতে পারে!

‘গীতপঞ্চাশিকা’ প্রকাশ করেছে ইমপ্রেস অডিওভিশন। তিনটি অডিও সিডিতে এক মোড়কে এসেছে এটি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কবি আসাদ চৌধুরী,  রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ, সাদী মহম্মদ প্রমুখ। বন্যা তো ছিলেন-ই।

অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করেছে। অনুষ্ঠান শেষে বন্যার জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে আগাম শুভেচ্ছা জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কবি আসাদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।