ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

বাঁধনের সাপলুডু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
বাঁধনের সাপলুডু ‘সাপলুডু’ নাটকের দৃশ্যে বাঁধন

পটুয়াখালীর প্রত্যন্ত এলাকা থেকে একটি পরিবার ঢাকায় আসে। ঢাকায় নয় ঠিক, শহরের অদূরে মোহরগঞ্জে।

সেখানে তারা ভাগ্য ফেরাবার সংগ্রামে নামে। বজলু এ পরিবারের প্রধান, সঙ্গে তার স্ত্রী ও দুই মেয়ে। বড়মেয়ের স্কুলে পড়ার জের ধরে চেয়ারম্যান ক্ষেপে যায়। এগিয়ে আসেন অধ্যাপিকা শিউলি। গ্রামে শুরু হয় নতুন আন্দোলন।

এমন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘সাপলুডু’। এতে শিউলি চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। লেখা ও পরিচালনা অঞ্জন আইচের। আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ফারুক আহমেদ, সাবেরী আলম, আখম হাসান, আরফান, সামিহা খান, শায়লা সাবি, টুটুল চৌধুরী প্রমুখ।

১৯ জানুয়ারি থেকে বৈশাখী টিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রতি সোম ও মঙ্গলবার প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সাপলুডু’।

বাংলাদেশ সময় : ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।