ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গৌরির তৈরি শাড়ি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
গৌরির তৈরি শাড়ি গৌরি খান

শাহরুখ খানকে বিয়ের পর সন্তানদের যত্ন-আত্তি নেওয়ার পাশাপাশি সৃজনশীল কাজকর্মও করে আসছেন গৌরি খান। গত বছর ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে সুনাম কুড়িয়েছেন।

এ ছাড়া ফরাসি পণ্যের প্রচারে যুক্ত হওয়া ও দুবাইয়ে এক আবাসন প্রকল্পের প্রচারমুখ হন তিনি। এ বছরও দারুণ শুরু হচ্ছে তার।


জানা গেছে, ৩০ বছরের পুরনো একটি প্রতিষ্ঠানের শাড়ির প্রচারে ব্যবহার করা হবে গৌরির মুখ। পাশাপাশি শাড়িটি তৈরিতে সৃজনশীল কাজকর্মেও থাকবে এই ৪৪ বছর বয়সীর হাত। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তিও হয়ে গেছে।

জনসমক্ষে সাধারণত মনীষ মালহোত্রার ডিজাইন করা শাড়ি পরেই আসেন গৌরি। এবার নিজের ডিজাইন করা শাড়িতেই দেখা যেতে পারে তাকে। পণ্যটির সৃজনশীল নির্দেশক এতোদিন ছিলেন মাসাবা গুপ্ত। তাকে কতোটা ছাড়িয়ে যান খানপত্নী, সেটাই এখন দেখার।

বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।