শৈত্যপ্রবাহ বইছে। চারপাশে হাড়কাঁপুনি শীত।
এক দম্পতিকে ঘিরেই নাটকটির গল্প। বিয়ের আগে ও পরে প্রেমিক-প্রেমিকা ও স্বামী-স্ত্রীর ভালোবাসা থাকা, হারিয়ে যাওয়া এবং তা ফিরে পাওয়া নিয়েই সাজানো হয়েছে এটি। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রিয়াজ ও নোভাকে। এবারই প্রথম জুটি বাঁধলেন তারা। এর চিত্রায়ন হয়েছে ঢাকার বিভিন্ন স্থান ও গাজীপুরের নক্ষত্রবাড়িতে।
নোভা বাংলানিউজকে বললেন, ‘প্রথম দিন শুটিংয়ে ভয়াবহ শীত ছিলো। কুয়াশার কারণে একহাত সামনে কি আছে দেখা যাচ্ছে না এমন অবস্থা। তবে শেষ পর্যন্ত কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তিন-চার মাস পর একক নাটকের কাজ করলাম বলতে পারেন। মাঝে মা হওয়ার কারণে অভিনয়ে বিরতি নিয়েছিলাম। আমার ছেলের সান্নিধ্য বেড়ে উঠছে। ’ তিনি আরও বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করার অনেক ইচ্ছে ছিলো। তিনি খুব বিনয়ী একজন মানুষ। ’
এদিকে রিয়াজ বললেন, ‘গল্পটার সঙ্গে দর্শকরা নিজেকের সম্পৃক্ত করতে পারবেন। তাই কাজটি করেছি। আর নোভা সাবলীল একজন অভিনেত্রী। ’
‘পুষ্প...তোমার অপেক্ষায়’ নাটকে আরও অভিনয় করেছেন খন্দকার আরিফ ও ফজলুর রহমান বাবলু। আগামী মাসে ভালোবাসা দিবসে একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘পুষ্প...তোমার অপেক্ষায়’।
বাংলাদেশ সময় : ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫