ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

‘শুন্য জীবন’ এবং হাবিবুল বাশার সুমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
‘শুন্য জীবন’ এবং হাবিবুল বাশার সুমন হাবিবুল বাশার সুমন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ধারাবাহিক নাটকে অভিনয় করলেন। নাম ‘শুন্য জীবন’।

এবারই প্রথম কোনো নাটকে দেখা যাবে তাকে। ‍কনা রেজার গল্প অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালন‍া করেছেন মেহেদী বিন আশরাফ। ৪ ফেব্রুয়ারি থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ধারাবাহিকটি।  

নাটকটির গল্প ঢাকার চার তরুণকে ঘিরে। তারা সবে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছে। নির্মাতা মেহেদি বিন আশরাফ জানান, চারপাশের নানান বিচিত্র কাহিনী রয়েছে এতে। নাটকে প্রায় দশটি চরিত্র সবসময়ই থাকবে। আরও ১৫টি চরিত্র বিভিন্ন সময়ে আসবে। হাস্যরসের ওপর মূল ভিত্তি থাকলেও সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রেম-বিরহ আর সামাজিক মূল্যবোধের সন্নিবেশ ঘটবে গল্পটিতে।

‘শুন্য জীবন’-এ আরও অভিনয় করেছেন স্বাগতা, মৌসুমী নাগ, আলভী,  নওশাবা, অর্ষা, সাজু খাদেম, প্রাণ রায়, রওনক হাসান, আদ্নান ফারুক হিলে­াল, কচি খন্দকার, ম.ম. মোর্শেদ, হান্নান শেলী প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।