উৎসব ৩ দিনের। কিন্তু দেখানো হবে ৩৯টি ছবি।
আয়োজনটি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে ২৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুজাহিদুল ইসলাম সেলিম ও মসিহউদ্দিন শাকের। প্রতিদিনই থাকবে চলচ্চিত্র নিয়ে আলোচনা। দ্বিতীয় দিন আলোচনা করবেন নুরুল আলম আতিক, শেষদিন থাকবেন জাহিদুর রহিম অঞ্জন।
আয়োজক কর্তৃপক্ষ বলছেন, এ উৎসবে স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতাদের ছবিকে সাধারণ দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হবে।
বাংলাদেশ সময় : ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫