ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অনুষ্ঠান হবে না, তবে অ্যালবাম আসবে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
অনুষ্ঠান হবে না, তবে অ্যালবাম আসবে

অবরোধ ও হরতালের কারণে সৃষ্ট চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘জিরো ডিগ্রি’র গানের অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রাজধানীর বেইলি রোডের একটি ক্যাফেতে ২৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় এটি হওয়ার কথা ছিলো।



তবে অ্যালবামের বাজারজাতকরণের দায়িত্বে আছে জি-সিরিজ। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া খালেদ জানান, অনুষ্ঠান আপাতত না হলেও ২৯ জানুয়ারি থেকেই অ্যালবামটি পাওয়া যাবে। তিনি বলেন, ‘অনুষ্ঠানটি স্থগিত করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ’

আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মাহফুজ আহমেদ প্রযোজিত ও অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’। এতে ‘প্রেম ও ঘৃণা’ শিরোনামে সাত মিনিট ব্যাপ্তির একটি গান গেয়েছেন জেমস। এ ছাড়াও রয়েছে সামিনা চৌধুরী, ন্যান্সি, সন্ধি, পৃথ্বীরাজ, প্রবর রিপনের গাওয়া গান। এগুলো গত মাস থেকে মুঠোফোন প্রতিষ্ঠান রবির গ্রাহকরা ২৮৮৮ নম্বরে  ফোন করে শুনতে পারছেন।

বাংলাদেশ সময় : ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।