ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

বর্ণমালার সাথে আব্দুন নূর তুষার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
বর্ণমালার সাথে আব্দুন নূর তুষার

গত কয়েক বছর ধরে আয়োজিত হচ্ছিলো ইংরেজি শব্দের বানান প্রতিযোগিতা ‘স্পেলিং বি’। এবার আসছে এর বাংলা সংস্করণ।

নাম ‘বর্ণমালার সাথে’। এ প্রতিযোগিতার সঙ্গে আব্দুন নূর তুষার রয়েছেন উপস্থাপক হিসেবে।

ঢাকা শহরের কয়েকটি স্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এ বানান প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। প্রযোজক হাসান ইউসুফ খান জানাচ্ছেন, বাংলার ভাষা শিক্ষা ও চর্চায় শিক্ষার্থীদেরকে আরও উৎসাহিত করাই এর উদ্দেশ্য।

‘বর্ণমালার সাথে’ প্রচার হবে এনটিভিতে। মোট ২১ পর্বে শেষ হবে প্রতিযোগিতাটি। প্রতি পর্বের শুরুতে বাংলা সাহিত্যের কীর্তিমান লেখকদের মধ্যে থেকে একজনের পরিচিতি তুলে ধরা হবে। ভাষা আন্দোলন, ভাষা ও সাহিত্যের ইতিহাস, বানান শুদ্ধিকরণ, সমার্থক শব্দ ও অনির্ধারিত বিষয়- প্রশ্ন করা হবে এসব বিষয়ে।

ভাষার মাসের প্রথম দিন ১ ফেব্রুয়ারি থেকে এনটিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘বর্ণমালার সাথে’।

বাংলাদেশ সময় : ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।