স্বাধীন দেশেই স্বাধীনতাবিরোধীদের হাতে নিহত হয়েছিলেন চলচ্চিত্রকার জহির রায়হান। ৩০ জানুয়ারি তার মৃত্যুবার্ষিকী।
৩০ জানুয়ারি রাত ৭টায় থাকবে ‘কাঁচের দেয়াল’। পরদিন বিকেল সাড়ে ৪টায় ‘আনোয়ারা’ ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে ‘বেহুলা’। শেষ দিন ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ‘স্টপ জেনোসাইড’ ও সাড়ে ৬টায় থাকবে ‘জীবন থেকে নেয়া’। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে ছবিগুলো।
উদ্বোধনী দিনে প্রধান অতিথি হয়ে আসবেন জহির রায়হানের সহধর্মিণী কোহিনূর আক্তার সুচন্দা। এ ছাড়াও থাকবেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, গীতি আরা নাসরিন, সারা আরা মাহমুদ, লিয়াকত আলী লাকী প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫