ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

আমেরিকার তিন বিভাগে সেরা ‘গাড়িওয়ালা’

আশরাফ শিশির | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
আমেরিকার তিন বিভাগে সেরা ‘গাড়িওয়ালা’ দৃশ্য : ‘গাড়িওয়ালা’

কলকাতা, পাকিস্তান, গ্রীসের পর ‘গাড়িওয়ালা’ ছবিটি ২৪ থেকে ২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য নর্থ ক্যারোলিনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেয়। উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার জিতেন তরুণ চলচ্চিত্রনির্মাতা আশরাফ শিশির।

উক্ত উৎসবে 'শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা' এবং 'শ্রেষ্ঠ শিশুশিল্পী' এই তিন ক্যাটাগরিতে বিজয়ী হয় 'গাড়িওয়ালা'।

এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপার হিরো সুপার হিরোইনখ্যাত অভিনেতা মুস্তাফিজুর নুর ইমরান জিতে নেন 'শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা' এবং শিশুশিল্পী কাব্য ও শেখ মারুফ যৌথভাবে জিতে নেয় 'শ্রেষ্ঠ শিশুশিল্পী' পুরস্কার।

আশরাফ শিশির বলেন, `এই কৃতিত্ব আমাদের পুরো টিমের, যারা দিনরাত পরিশ্রম করে গাড়িওয়ালার গল্পটিকে চলচ্চিত্রে রুপান্তরিত করেছে। ’

গাড়িওয়ালা ছবির ট্রেলার ২:


** মার্কিন মুলুকে ‘গাড়িওয়ালা’

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।