মডেলিং এবং অভিনয়ের বাইরে নাচ নিয়ে ব্যস্ত সময় কাটে শখের। বিভিন্ন উৎসবে দর্শকরা উপভোগ করেন তার নাচ।
শখ বাংলানিউজকে বলেন, এবারই প্রথম ময়নামতিতে নৃত্য পরিবেশনা করতে যাচ্ছি। দারুণ একটা জায়গা। আমার সঙ্গে নৃত্যে থাকছেন সোহেল।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে ‘পপুলার লাইফ ইন্সুরেন্স হিমেল সন্ধ্যা’ শিরোনামের এ অনুষ্ঠানে আরো থাকছেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা’র) শিল্পীবৃন্দ। শখের নাচের বাইরে সঙ্গীত পরিবেশন করবেন রবি চৌধুরী, আঁখি আলমগীর ও তপু।
ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। লোপা হোসাইনের উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ৩১ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫