এ দূরত্ব মানে কিন্তু রেষারেষি নয়। এমন নয় যে, দু’জনের মধ্যে উষ্ণ সম্পর্ক চলছিলো, এতোদিন পর সেটা শীতল হলো।
সজল সারাবছর কাজ নিয়েই ব্যস্ত থাকেন। মাসের দু’একদিন কাজ না থাকলে বাড়িতেই সময় কাটান। আর ফারিয়াকে তো অতিথি পাখি বলা চলে! হুটহাট করে ইচ্ছে হলে দু’একটা নাটকে হাজিরা দেন। অনেকদিন তাই দেখা হয়নি দু’জনের। প্রায় আড়াই বছর পর তারা এক হলেন। ‘অচেনারে চেনা’ নামের একক নাটকে অভিনয় করছেন দু’জন। ফেসবুকে এ তথ্য জানিয়েছেন ফারিয়া।
২৯ জানুয়ারি ইস্কাটনের একটি বাড়িতে নাটকটির কাজ করেছেন সজল ও ফারিয়া। এটি লিখেছেন আমিরুল ইসলাম অরুন, পরিচালনায় চিশতি কৌশিক হাসান ও রেনী হাজরা। বিত্তবানরা পরস্পরের বন্ধু হতে পারে কিন্তু আত্মীয় হয় না। আবার বিত্তহীনেরা পরস্পরের বন্ধুও হতে পারে, আত্মীয়ও। নাটকটির গল্পের প্রেক্ষাপট এমনই।
বাংলাদেশ সময় : ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫