একটা শান্তশিষ্ট নদী। পাশেই বিশাল বটগাছ।
তিনি অভিনেত্রী, চিত্রশিল্পী। লেখালেখিও করেন। চিন্তাশীল মানুষ। বিরুলিয়ার সৌন্দর্য মুগ্ধ করলো তাকে। একঝাঁক কমবয়সী ছেলেমেয়ে দৌড়ে এলো হঠাৎ। গোল করে বসে গেলো বিপাশার আশেপাশে।
বিপাশা পড়ছেন, ‘মনে করো যেন বিদেশ ঘুরে ‘ বাচ্চাগুলো উচ্চস্বরে পড়ছে, ‘মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। ’ বিপাশা সুর করে বলছেন ‘আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে/টগবগিয়ে তোমার পাশে পাশে। ’ বাচ্চারা আরও দুলে দুলে কণ্ঠে আওয়াজ ছড়িয়ে বলে চলছে, ‘রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে/রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। ’
রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে এলো গ্রামবাসীর পায়ে পায়েও। ভিড় জমলো। বিপাশার দূরের স্কুলের চারপাশে গ্রামবাসীর ভিড়। একদিন দু’দিন নয়, ঢাকা থেকে গাড়ি ছুটিয়ে পরপর তিনদিন বিপাশা গেলেন বিরুলিয়া।
উদ্দেশ্য যদিও ঘোরাঘুরি ছিলো না। ছিলো নাটকের কাজ। মাহমুদ দিদারের ‘দূরের পাঠশালা’র দিদিমনি তিনি। প্রান্তিক মানুষের স্কুল চালান, বাচ্চাদেরকে গান-ছবি আঁকা-অক্ষরজ্ঞান শেখান। বটতলায় স্কুল তার।
মাহমুদ দিদার বলছেন, ‘এটি প্রথার বাইরের গল্প। একটি গ্রামের স্কুল। গ্রাম নয় ঠিক, উঠতি মফস্বল ধরনের। চেয়ারম্যান নিজের স্বার্থ চরিতার্থ করতে ওই স্কুলটিকে ইংরেজি মাধ্যম বানানোর চেষ্টা চালায়। ’ প্রতিবাদে খোলা আকাশের নিচেই গড়ে ওঠে বিপাশার ‘দূরের পাঠশালা’।
নাটকটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শার্লিন ফারজানা, এটিএম রাসেল, সিমি রওশন প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন মাহমুদ দিদার নিজেই। প্রচার হবে এনটিভিতে, ২১ ফেব্রুয়ারি রাত ৯টায়।
বাংলাদেশ সময় : ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫