সুপার বৌলের মধ্যবিরতির অনুষ্ঠানে গানে গানে মাতিয়েছেন, কেটি পেরির সেই ১৩ মিনিটের পরিবেশনা দেখেছে ১১ কোটি ৮৫ লাখ দর্শক। সুপার বৌলের ইতিহাসে এমন নজির আর নেই।
জানা গেছে, নিজের অ্যালবাম ‘প্রিজম’-এর ‘বাই দ্য গ্রেস অব গড’ পরিবেশন করবেন কেটি। এ ছাড়া কানইয়ে ওয়েস্ট, রিয়ান্না, পল ম্যাকার্টনি, ম্যাডোনা, লেডি গাগা, আরিয়ানা গ্র্যান্ড, জুয়ানেসও গাইবেন গ্র্যামিতে। ৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে বসবে গ্র্যামির ৫৭তম আসর।
এদিকে কেটি পেরির মোবাইল গেম তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। ‘কিম কারদাশিয়ান : হলিউড’ গেমের প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লু মোবাইলকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। এতে থাকবে পেরির কণ্ঠ ও পছন্দগুলো। অ্যাপল ও অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসে এ বছরের শেষ নাগাদ বের হবে এটি।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫