মেয়েটার নাম ঐশী। তাই তার প্রথম একক অ্যালবামের নাম রাখা হয়েছে ‘ঐশী এক্সপ্রেস’।
ওইদিন সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নবীন কণ্ঠশিল্পী ঐশীকে শুভকামনা জানাতে এসেছিলেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, আসিফ আকবর, সংগীত পরিচালক বাসুদেব, ইবরার টিপু, নির্মাতা-উপস্থাপক আনজাম মাসুদ, খন্দকার ইসমাইল, সংগীত শিল্পী ইমরান, জুয়েল মোর্শেদ। অনুষ্ঠানে আরও ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম। সভাপত্বি করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ.কে.এম. আরিফুর রহমান।
অ্যালবামে গান আছে ১০টি। সবই লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। তার সঙ্গে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন ঐশী।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অ্যালবামের কয়েকটি ভিডিওচিত্র দেখানো হয়। ঐশী বলেন, ‘ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে চেষ্টা করেছি। গানগুলো সবার ভালো লাগবে, এ নিয়ে আমি আশাবাদী। ’
বাংলাদেশ সময় : ০৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫