ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

পরিচালনায় সেরা ইনারিতু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
পরিচালনায় সেরা ইনারিতু আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু

গত বছর হলিউডের সেরা পরিচালক কারা? ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসের ৬৭তম আসরে মিললো সেই প্রশ্নের উত্তর। ‘বার্ডম্যান’ ছবির জন্য সেরা পরিচালকের সম্মান পেয়েছেন আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু।



স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও প্রডিউচার্স গিল্ড অ্যাওয়ার্ডসের পর এবার পরিচালনায়ও সেরা হয়ে অস্কারজয়ের সম্ভাবনা উজ্জ্বল করলো ছবিটি।

৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে পুরস্কার গ্রহণের পর ইনারিতু বলেছেন, ‘যদি এটাকে অন্যান্য ছবির চেয়ে ভালো মনে করা হয় তাহলেও আমার মধ্যে আলাদা কিছু হবে না। এখন ছবি তৈরি করা যে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে তাতে এসব সাফল্য আর পুরস্কার অলৌকিক ঘটনার মতোই। ’

২০১৪ সালে নির্মিত চলচ্চিত্র আর টিভি অনুষ্ঠানগুলোর মধ্য থেকে পরিচালকদের দেওয়া হয় সম্মানজনক এই পুরস্কার। এবার কয়েকজন নারী নির্মাতার হাতে উঠেছে পুরস্কার। তারা হলেন- জিল সলোওয়ে, লিসা শোলোডেঙ্কো, লরা পয়েট্রাস এবং লেসলি লিঙ্কা গ্ল্যাটার।

ডিজিএ বিজয়ী তালিকা
পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র : বার্ডম্যান (আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু)
প্রামাণ্যচিত্র : সিটিজেন ফোর (লরা পয়েট্রাস)
ড্রামা সিরিজ : হোমল্যান্ড (লেসলি লিঙ্কা গ্ল্যাটার)
কমেডি সিরিজ : ট্রান্সপারেন্ট (জিল সলোওয়ে)
টেলি মুভি/মিনি সিরিজ : অলিভ কিটারিজ (লিসা শোলোডেঙ্কো)
নিয়মিত অনুষ্ঠান : দ্য টুনাইট শো, উপস্থাপনায় জিমি ফ্যালন (ডেভ ডিওম্যাডি)
বিশেষ অনুষ্ঠান : ৬৮তম টনি অ্যাওয়ার্ডস (গ্লেন ওয়েইস)
রিয়েলিটি অনুষ্ঠান : দ্য চেয়ার (অ্যান্থনি বি. স্যাকো)
শিশুতোষ অনুষ্ঠান : হান্ড্রেড থিংস টু ডু বিফোর হাইস্কুল (জোনাথান জাজ)
বিজ্ঞাপনচিত্র : স্যাপিউরস, গিনেস, ওয়েটিং, ফেমা (নিকোলাই ফাগলসিগ)

* ‘বার্ডম্যান’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময় : ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।