ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

গ্র্যামিতে বিয়ন্সের ইতিহাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
গ্র্যামিতে বিয়ন্সের ইতিহাস এবারের গ্র্যামি পুরস্কার হাতে বিয়ন্সে নোয়েলস

ইতিহাস গড়লেন বিয়ন্সে নোয়েলস। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতেছেন তিনি।

সব মিলিয়ে তার ঘরে কুড়িটি গ্র্যামি পুরস্কার গেলো। এর মধ্য দিয়ে গ্র্যামির ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কারজয়ী গায়িকাদের তালিকায় দুই নম্বরে উঠে এলেন ৩৩ বছর বয়সী এই তারকা। তার কারণে তিনে নেমে গেছে গায়িকা অ্যারেথা ফ্রাঙ্কলিনের নাম। ২৭টি গ্র্যামি নিয়ে শুধু অ্যালিসন ক্রাউস আছেন বিয়ন্সের সামনে।

স্বামী জে-জির সঙ্গে গাওয়া ‘ড্রাঙ্ক ইন লাভ’ গানের সুবাদে বেস্ট রিদমঅ্যান্ডব্লুজ পারফর্ম্যান্স ও বেস্ট রিদমঅ্যান্ডব্লুজ সং শাখার পুরস্কার পেয়েছেন বিয়ন্সে। এ ছাড়া ‘অন দ্য রান ট্যুর: বিয়ন্সে অ্যান্ড জে-জি’র জন্য তিনি পেলেন বেস্ট সারাউন্ড সাউন্ড অ্যালবাম।

বাংলাদেশ সময় : ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।