পাওয়ার ভয়েজ প্রতিযোগিতা থেকে বের হওয়ার পর বেলী প্লেব্যাকে ব্যস্ত হয়ে পড়েন। এরইমধ্যে জাকির হোসেন রাজুর 'রাঙামন', অপূর্ব রানার 'জন্ম আমার জেলে', রাজ্জাকের 'বেঈমান', আহমেদ আলী মন্ডলের 'প্রবাসীর প্রেম' ও আনোয়ার সিরাজীর 'উতলা মন' ছবিগুলোতে গান করেছেন।
তবে এবার গানে গানে সুবাস ছড়াবেন বেলী। নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে পহেলা বৈশাখে হাজির হবেন এ শিল্পী। এরইমধ্যে অ্যালবামের কাজ শুরু করেছেন।
সম্প্রতি মগবাজার সর্ম্পক ষ্টুডিওতে তার অ্যালবামের কাজ শুরু হয়। সেখানে সুমন কল্যাণের সুর ও সংগীতে ‘তুমি ছাড়া দিন কাটে না আমার‘ ও ‘রং লেগেছে আকাশে রং লেগেছে বাতাসে’ শিরোনামের দুটি গানের রেকর্ড সম্পন্ন করেন বেলী।
এ প্রসঙ্গে বেলী বাংলানিউজকে বলেন, ‘এ দুটি গান আমার একক অ্যালবামে থাকবে। নতুন এ অ্যালবামের গানগুলো যত্ন করে করছি। আর সুমনদা গান দুইটির সুন্দর সুর ও সংগীতায়োজন করেছেন। আশা করি, শ্রোতাদের পছন্দ হবে। ’
জানা গেছে, বেলীর প্রথম একক অ্যালবামে গান থাকবে মোট আটটি। এ বছর পহেলা বৈশাখে অ্যালবামটি বাজারে আসবে বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫