ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গ্র্যামির জমকালো রাতের এক ঝলক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
গ্র্যামির জমকালো রাতের এক ঝলক

গানের আকাশের নক্ষত্ররা প্রতিনিয়ত সুরের মূর্ছনা ছড়িয়ে যান শ্রোতাদের মনে। সুরের আবীর মেখে মনমাতানো গানে গানে শিল্পীরা বইয়ে দেন প্রশান্তির হাওয়া।

সুরের ভুবনের এই শিল্পীদের সারাবছর অপেক্ষায় থাকেন গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য। এটাই যে বিশ্বসংগীতাঙ্গনের সবচেয়ে মর্যদাসম্পন্ন পুরস্কার। ৮ ফেব্রুয়ারি যুরাষ্ট্রের স্টেপলস সেন্টারে হয়ে গেলো গ্র্যামির ৫৭তম আসর। অনুষ্ঠানে পুরস্কার বিতরণীর ফাঁকে ফাঁকে ছিলো জাঁকজমকপূর্ণ আয়োজন। এক ঝলকে দেখা যাক তেমন কয়েকটি মুহূর্ত।



* ম্যাডোনার জমকালো পরিবেশনা।  


* অনুভূতি জানাচ্ছেন স্টিভি ওয়ান্ডার ও জেমি ফক্স।  


* গাইছেন বিয়ন্সে।  


* (বাঁ থেকে) জেন স্টেফানি, কেটি পেরি ও আরিয়ানা গ্র্যান্ডের পরিবেশনা।  


* সিয়ার ‘শ্যান্ডেলেইয়ার’ গানে ঠোঁট মিলিয়েছেন ক্রিস্টেন উইগ।
 

* ক্রিস্টেন উইগ ও মিডি জিয়েগলারের পরিবেশনার একটি মুহূর্ত।  
 

* পল ম্যাকার্টনি, কানইয়ে ওয়েস্ট ও রিয়ান্না।  


* রিয়ান্না ও কেটি পেরি।  


* (বাঁ থেকে) স্যাম স্মিথ, কানইয়ে ওয়েস্ট ও এক গায়িকার সঙ্গে টেলর সুইফট।  


* (বাঁ থেকে) মাইলি সাইরাস ও কেটি পেরি, স্যাম স্মিথের গালে রিয়ান্নার চুম্বন এবং নিকি মিনাজের সঙ্গে মাইলি।  

* ফ্যারেল উইলিয়ামসের পরিবেশনা।


* মেরি জে. ব্লিজের সঙ্গে গাইছেন স্যাম স্মিথ।


* উপস্থাপক এল এল কুল জে।


* টনি বেনেট ও লেডি গাগা।  
 

* কানইয়ে ওয়েস্ট ও রিয়ান্নার পরিবেশনা।  


* (বাঁ থেকে) কানইয়ে ওয়েস্ট, কিম কারদাশিয়ান, বিয়ন্সে নোয়েলস এবং জন লিজেন্ড ও ক্রিসি টাইজেন দম্পতি।  
 

* সংগীত পরিবেশন করছেন (বাঁ থেকে) জন মেয়ার ও এড শীরান।


* জন লিজেন্ডের পরিবেশনা।  


* জেসি জে এবং টম জোন্স।  


* সংগীত পরিবেশন করছেন হজিয়ার ও অ্যানি লেনক্স।


* গাইছেন জেন স্টেফানি ও মেরুন ফাইভ ব্যান্ডের গায়ক অ্যাডাম লেভিন।


* বক্তব্য রাখছেন ফু ফাইটার্স ব্যান্ডের গায়ক ডেভ গ্রোল।  
 

* রকতারকা বেক এবং কোল্ডপ্লে ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিন একসঙ্গে পরিবেশন করেন ‘হার্ট ইজ অ্যা ড্রাম’ গানটি।
 

* এসি/ডিসি ব্যান্ডের ব্রায়ান জনসন ও অ্যাঙ্গাস ইয়াং সংগীত পরিবেশন করেছেন।


* গাইছেন জুয়ানেস।  


* ‘ডায়েরি অব অ্যা ম্যাড ডিভা’র জন্য বেস্ট স্পোকেন ওয়ার্ড অ্যালবাম জয়ী প্রয়াত জোয়ান রিভার্সের পক্ষে পুরস্কার গ্রহণ করেন মেলিসা রিভার্স ও তার ছেলে কুপার এন্ডিকট জিতেছেন ।  


* মঞ্চে অনুভূতি জানিয়েছেন প্রিন্স।


* এরিক চার্চের পরিবেশনা।  

বাংলাদেশ সময় : ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।