ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

লাভগুরু তামিম হাসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
লাভগুরু তামিম হাসান তামিম হাসান

রেডিও আমার ৮৮.৪ এফএম চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ভালোবাসার’ মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তামিম হাসান। অনুষ্ঠানে লাভগুরুর কাজটা তিনিই করেন।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তার প্রত্যাশা, পৃথিবীর সব ভালোবাসাময় বন্ধনই অটুট থাকুক।  

দীর্ঘদিন ধরে মানুষের ভালোবাসার গল্প শুনে আসছেন তামিম। সে অভিজ্ঞতা থেকে প্রেমের সংজ্ঞা দিতে গিয়ে লাভগুরু তামিম হাসান বললেন, ‘ভালোবাসার একটা সরল মানে আছে যা সবাই বোঝে, জানে। সাধারণত ভালো লাগাকেই আমরা ভালোবাসায় রূপান্তর করি। কাউকে সার্বক্ষণিক অনুভব করা, কাছে পেতে চাওয়ার নামই প্রেম। আবার কাছে না রেখেও প্রচন্ড ভালোবাসা যায়। রেডিও অনুষ্ঠানেই শুধু নয়, অনেক জায়গাতে দেখেছি। ’

অন্যদের প্রেমের গল্প শোনেন, প্রেম-সংঘাতের সমাধানন দেন লাভগুরু হিসেবে। নিজের জীবনের প্রেমের খবর কী? এমন প্রশ্নে এড়িয়ে যাওয়ার দেশীয় রীতিই অনুসরণ করলেন তিনি। ‘প্রেম তো জীবনে থাকবেই। জীবনে জীবন খুঁজতে হলে প্রেমের অস্তিত্ব থাকতে হবেই। সুতরাং আমার জীবনেও প্রেম আছে। ভীষণ রকমই আছে। সে প্রেমে অন্য সবার মতো হয়তো সুখ-দুঃখও আছে’- বললেন তামিম হাসান।

বাংলাদেশ সময় : ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।