শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। ১৪ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর।
মাছরাঙা টিভিতে বিশ্বকাপ ক্রিকেট সরাসরি
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটের খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। পাশাপাশি খেলার প্রথম ইনিংসের পর এবং খেলা শেষে থাকছে ম্যাচ বিশ্লেষণমূলক অনুষ্ঠান ‘পাওয়ার প্লে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। প্রতিদিন রাত ১০টা ৩৫ মিনিটে থাকছে বিশ্বকাপের নানাদিক নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ওয়ার্ল্ডকাপ ম্যানিয়া’।
হাউজ দ্যাট
দেশ টিভি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সরাসরি সম্প্রচার করবে ‘হাউজ দ্যাট’। এতে থাকবে প্রতিদিনকার খেলার বিশ্লেষণ, আলোচনা হবে বাংলাদেশ ক্রিকেট দলের সম্ভাবনা নিয়ে। দর্শকদের জন্য থাকবে কুইজ। সাবেক জাতীয় ক্রিকেটার ও ক্রীড়া বিশ্লেষক হাসান সাঈদ শাহিনের উপস্থাপনায় প্রতিদিন থাকবেন দু’জন বিশেষ অতিথি। বিশ্বকাপের প্রথম দিন ১৪ ফেব্রুয়ারি অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী জয়শ্রী কর জয়া ও সাবেক জাতীয় ক্রিকেটার ইশতিয়াক আহমেদ।
জিটিভির চার অনুষ্ঠান
বিশ্বকাপ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ৩৬টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে জিটিভি। চ্যানেলটি আয়োজন করেছে ক্রিকেট নিয়ে বিশেষ চারটি অনুষ্ঠান। প্রতিটি ম্যাচের মধ্যবিরতি এবং ম্যাচ শেষে রয়েছে মারিয়া নূরের উপস্থাপনায় ‘ক্রিকেট এক্সট্রা’। এর প্রতি পর্বে একজন সাবেক ক্রিকেটার ম্যাচ নিয়ে পর্যালোচনা করবেন। পাশাপাশি একজন তারকা জানাবেন ক্রিকেট নিয়ে তার স্মৃতিকথা। মডেল উপস্থাপিকা শ্রাবণ্যর উপস্থাপনায় সরাসরি আলোচনা অনুষ্ঠান ‘ক্রিকেট ম্যানিয়া’ সরাসরি সম্প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ৪০মিনিটে। ‘ক্রিকেট হাইলাইট’ অনুষ্ঠানে প্রতিদিনের ম্যাচ হাইলাইটস দেখা যাবে রাত ১১টায়। খেলা চলাকালীন সময়ে ম্যাচ শেষে থাকছে নাবিলার উপস্থাপনায় ক্রিকেট নিয়ে কুইজ শো ‘ক্রিক-ফিক’।
বাংলাদেশ সময় : ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫