সময় যতো গড়াচ্ছে, সালমান খানের বিরুদ্ধে গাড়ি চাপা মামলা ততোই জটিলতর হয়ে উঠছে। তাই ৪৯ বছর বয়সী এই অভিনেতার আকাশে শুধুই মেঘের ঘনঘটা।
সালমান বৈধ ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন ২০০৪ সালে। দুর্ঘটনা ঘটে আরও দুই বছর আগে। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে বান্দ্রার শহরতলির এক ফুটপাথে সজোরে ধাক্কা খায় সলমনের এসইউভি ব্র্যান্ডের একটি গাড়ি। তখন ফুটপাথে ঘুমন্ত এক ব্যক্তির মৃত্যু হয়, আহত হন আরও চারজন।
সালমানের বিরুদ্ধে চলা এই মামলায় এখন পর্যন্ত ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আরেক সাক্ষী পুলিশের এক সাব-ইন্সপেক্টর জানান, দুর্ঘটনার পর সালমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি তখন মাতাল ছিলেন কি-না তা জানতে চিকিৎসক শশীকান্ত পওয়ার রক্ত পরীক্ষা করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫