ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাপ-বেটার অভিনয়

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
বাপ-বেটার অভিনয় ‘অমি ও আইস্ক্রিমঅলা’ টেলিছবিতে আগুন ও মিছিল

আগুন গান আর অভিনয় করেন। তার ছেলে মিছিল এবার বাবার সঙ্গে অভিনয় করলেন একটি টেলিছবিতে।

নাম ‘অমি ও আইস্ক্রিমঅলা’। ফরিদুর রেজা সাগরের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন ধর।  

 

সম্প্রতি মানিকগঞ্জ ও ধামরাইয়ের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। এতে আব্দুল চরিত্রে আগুন, অমি চরিত্রে মিছিল আর আইস্ত্রিমওয়ালার ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। এ ছাড়াও আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, খন্দকার বাপ্পি, পাপিয়া ও শহিদুল ইসলাম।  

 

নাটকটি প্রসঙ্গে আগুন বাংলানিউজকে বলেন, ‘মিছিল আর আমি এবারই প্রথম একসঙ্গে কাজ করলাম। একটি বাড়ির ভৌতিক আত্মার কাহিনী নিয়ে তৈরি হয়েছে এটি। ’

 

গল্পে দেখা যায়, নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র অমি। ময়মনসিংহ যাওয়ার পথে মাঝপথে গাড়ি নষ্ট হওয়ায় ড্রাইভারের কাছে গাড়িটা ছেড়ে দিয়ে মহাসড়কের পাশেই মামার বাড়ি বেড়াতে যায়। অমির মামা থাকেন এক জমিদার বাড়িতে। বাড়িটিতে ঢোকার পরপর অমির পেছনে অদৃশ্য আত্মা ঘুরতে থাকে। আত্মাটা জমিদারের। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘অমি ও আইস্ক্রিমঅলা’।  

 

বাংলাদেশ সময় : ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।