ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সেপ্টেম্বরে লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
সেপ্টেম্বরে লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ছবি : নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অবস্থা নাজুক। আগের মতো এখন আর ভালো ছবি তৈরি হয় না।

প্রয়াত নির্মাতা তারেক মাসুদ চাইতেন বাংলাদেশের ছবি আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত হোক। বাংলাদেশের ছবি নিয়ে তার সঙ্গে আমার অনেক কথা হতো। তখন আমিও ফিল্ম সোসাইটির মানুষ ছিলাম। দেশি ছবি দেখতে বরাবরই ভালো লাগে আমার’- বলছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

১৯ ফেব্রুয়ারি বিকেল ৫টায় রাজধানীর গুলশানে ক্যাপিটাল ক্লাবে ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৫’ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘লন্ডনে বাঙালি-সহ অন্যরাও আমাদের দেশের ছবি দেখুক। বাংলাদেশের ছবি বিশ্ব মঞ্চে নিয়ে যাওয়ার উদ্যোগগুলো বরাবরই প্রশংসনীয়। আশা করি, উৎসবটি সফল হবে। ’

লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের দায়িত্বে আছেন ব্রিটিশপ্রবাসী বাংলাদেশি নির্মাতা মনসুর আলী। উৎসবে ছবি জমা দেওয়ার নিয়মাবলী প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি ফি নির্ধারণ করে শিগগিরই এ ব্যাপারে জানাবো। উৎসব শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। বাংলাদেশ ও কলকাতা থেকে মোট ১০টি ছবি এতে অংশ নিতে পারবে। আসা-যাওয়া এবং থাকার জন্য নির্মাতাদের কোনো টাকা গুনতে হবে না। ’

অনুষ্ঠানে আরও ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব কেএমআর মঞ্জুর, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক খালিদ মাহমুদ মিঠু, নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ। খালিদ মাহমুদ মিঠু বলেন, ‘আমরা অনেকে জানেন না উৎসবে কীভাবে ছবি জমা দিতে হয়। আবার যদি নিজের অভিজ্ঞতা থেকে বলি তাহলে বলতে হবে, অনেক উৎসবে নিজের টাকা খরচ করে উৎসবে যোগ দিয়েছি। সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা নেই। নির্মাতাদের জন্য বিভিন্ন উৎসবে যাওয়ার জন্য পূর্ণ সহযোগিতা থাকা দরকার। ’

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমাদের পুঁজি ও আয়ের উৎস সংকোচিত হয়ে যাচ্ছে চলচ্চিত্রের বাজারে। পরিবারের সবাইকে নিয়ে যে কোনো উৎসবে বিদেশি দর্শকরা আমাদের ছবি উপভোগ করলে বাজার বড় হবে। বাংলাদেশের ছবি গোটা বিশ্বে কীভাবে ছড়িয়ে দিতে পারি, সমিতির পক্ষ থেকে সবসময়ই সেই চেষ্টা থাকবে। ’

মডেল-অভিনেত্রী রুহি অনুষ্ঠানটি উপস্থাপনার পাশাপাশি উৎসব নিয়ে বলেন, ‘আমার বর মনসুর এ উদ্যোগ নিয়েছে। এজন্য আমি গর্বিত। বাংলাদেশের বাইরে দুটি উৎসবে গিয়ে দেখেছি, ওপার বাংলার ২৫টি ছবি জমা পড়লেও বাংলাদেশ থেকে ছবি গেছে মাত্র দুটি। এ সংখ্যা বৃদ্ধি করতে এমন উৎসব কার্যকরী ভ‚মিকা রাখবে আমার বিশ্বাস। ’

মনসুর আলী পরিচালিত ‘একাত্তরের সংগ্রাম’ ছবিটি গত বছর মুক্তির আগে ও পরে বেশকিছু উৎসবে অংশ নিয়েছে। এতে অভিনয় করেছেন রুহি, আমান খান, বলিউড অভিনেতা অনুপম খের, হলিউড অভিনেত্রী এশিয়া আর্জেন্টো প্রমুখ।

ফেস্টিভ্যাল নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন : http://lbff.co.uk/

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।