ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কার ভেনু্যতে বোমাতঙ্ক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
অস্কার ভেনু্যতে বোমাতঙ্ক!

হলিউডের ডলবি থিয়েটারে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্কার অনুষ্ঠান। এর আশপাশ লোকারন্য থাকে দিনের বেশিরভাগ সময়।

ব্যস্ত এই এলাকা বোমাতঙ্কের কারণে হঠাৎ থমকে গিয়েছিলো। পরে অবশ্য তা গুজব প্রমাণিত হয়।

 

গত ১৯ ফেব্রুয়ারি হলিউড অ্যান্ড হাইল্যান্ডে বেপরোয়া গাড়ি চালানোর কারণে এক ব্যক্তিকে আটক করেছিলো পুলিশ। সেখান থেকে অস্কারের ভেনু্য ডলবি থিয়েটার বেশিদূর নয়। জানা গেছে, প্রোপেন ট্যাঙ্ক বহন করছিলেন ওই ব্যক্তি। পুলিশকে তিনি আরও জানান, তার গাড়ির ট্রাঙ্কে বিস্ফোরক দ্রব্য রয়েছে! এরপর তদন্তের জন্য তাকে হাজতে নিয়ে যাওয়া হয়। যদিও লসঅ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের একজন মুখপাত্র ভ্যারাইটি পত্রিকাকে নিশ্চিত করেছে, তদন্তে কোনো বিস্ফোরক দ্রব্যের আলামত মেলেনি।  

 

অস্কারের ৮৭তম আসর উপস্থাপনা করবেন হলিউড তারকা নীল প্যাট্রিক হ্যারিস। অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টায়।

 

বাংলাদেশ সময় : ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।