ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

৮৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস

অস্কারে উড়ে বেড়ালো ‘বার্ডম্যান’

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
অস্কারে উড়ে বেড়ালো ‘বার্ডম্যান’

কক্ষপথে ফেরার চেষ্টা করতে থাকা অভিনয়শিল্পীদের গল্প নিয়ে বানানো ডার্ক কমেডি ধাঁচের ছবি ‘বার্ডম্যান’ যেন হলিউডের আয়না! এটাই বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ছবির পুরস্কার জিতলো। এটি পরিচালনার জন্য আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতুর হাতে উঠেছে সেরা পরিচালকের পুরস্কার।

চলচ্চিত্র নির্মাণে নির্ভীক হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ভয় হলো জীবনের বাধা। ভয় থাকলে কিছুই উপভোগ করা যায় না। ’

 

ইনারিতু পুরস্কার জেতায় টানা দ্বিতীয়বার সেরা পরিচালকের অস্কার গেলো মেক্সিকোতে। গতবার মহাকাশ বিপর্যয় নিয়ে নির্মিত ‘গ্র্যাভিটি’র জন্য এই স্বীকৃতি পান মেক্সিকান নির্মাতা আলফনসো কুয়ারন।

 

‘বার্ডম্যান’ মনে করিয়ে দিয়েছে ‘আর্গো’ এবং ‘দ্য আর্টিস্ট’ ছবির কথা। ওই দুটিও সাজানো হয়েছে চলচ্চিত্র শিল্পকে ঘিরে, আর দুটোই সেরা ছবির অস্কার জিতেছে। হার মানা একসময়ের সুপারহিরো অভিনেতার মঞ্চনাটকে ফেরার অকল্পনীয় উদ্যমকে ঘিরেই ‘বার্ডম্যান’-এর গল্প। ব্রডওয়ে থিয়েটারের মাধ্যমে বাস্তবতা ও কল্পনা মিশেলে সাজানো ছবিটি দেখলে মনে হয় একটেকেই তৈরি হয়েছে! অস্কারের ৯টি মনোনয়নের মধ্যে চারটি পুরস্কার গেছে এর ঘরে।  

 

এবারের আসরে সেরা ছবির বিভাগে মনোনয়ন পায় মোট আটটি ছবি। প্রতিটিই কোনো না কোনো বিভাগে পুরস্কার জিতেছে। তবে ‘বয়হুড’-এর জন্য অস্কার ছিলো হতাশার। ছয়টি মনোনয়নের মধ্যে এটি পুরস্কার জিতেছে মাত্র একটিতে। একই অভিনেতাকে নিয়ে শৈশব থেকে তারুণ্যে পৌঁছার গল্প তুলে ধরে ছবিটি ১২ বছর ধরে নির্মাণ করেন পরিচালক রিচার্ড লিঙ্কলেটার।  

 

ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ অ্যাকাডেমির ৬ হাজার ১০০ ভোটারের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলো। এটিও ৯টি মনোনয়নের মধ্যে জিতেছে চারটি পুরস্কার। তিনটি পুরস্কার জিতেছে তরুণ নির্মাতা ড্যামিয়েন শাজেলে পরিচালিত মুক্ত ছবি ‘হুইপ্ল্যাশ’। এর গল্প উচ্চাকাঙ্ক্ষী এক ড্রামার ও তার কঠোর শিক্ষককে ঘিরে। আটটি মনোনয়ন পাওয়া ‘আমেরিকান স্নাইপার’ জিতেছে মাত্র একটিতে।

 

অভিনয়শিল্পীদের চারটি বিভাগে বিজয়ীরা প্রথমবার অস্কার পেলেন। এর মধ্যে ‘স্টিল অ্যালিস’ ছবির জন্য জুলিয়ান মুর সেরা অভিনেত্রী, ‘দ্য থিওরি অব এভরিথিং’ ছবির সুবাদে এডি রেডমেইন সেরা অভিনেতা, ‘হুইপ্ল্যাশ’-এর জন্য জেকে সিমন্স সেরা সহ-অভিনেতা এবং ‘বয়হুড’ ছবির জন্য প্যাট্রিসিয়া আর্কেট হয়েছেন সেরা সহ-অভিনেত্রী।

 

সেরা বিদেশি ভাষার ছবি হয়েছে পোল্যান্ডের ‘ইডা’। এর পরিচালক পাউয়েল পাউলিকোস্কি আয়োজকদের বেঁধে দেওয়া ৪৫ সেকেন্ডের বেশি সময় অনুভূতি জানান। সেরা প্রামাণ্যচিত্র হয়েছে এডওয়ার্ড স্নোডেনকে ঘিরে বানানো ‘সিটিজেনফোর’।

একনজরে এবারের অস্কার বিজয়ীরা

সেরা ছবি: বার্ডম্যান

পরিচালক: আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু (বার্ডম্যান)

অভিনেতা: এডি রেডমেইন (দ্য থিওরি অব এভরিথিং)

অভিনেত্রী: জুলিয়ান মুর (স্টিল অ্যালিস)

সহ-অভিনেতা: জেকে সিমন্স (হুইপ্ল্যাশ)

সহ-অভিনেত্রী: প্যাট্রিসিয়া আর্কেট (বয়হুড)

চিত্রনাট্য (মৌলিক): বার্ডম্যান (আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু, নিকোলাস জিয়াকোবোন, আলেক্সান্ডার ডিনেলারিস, আর্মান্ডো বো)

চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): দ্য ইমিটেশন গেম (গ্রাহাম মুর)

বিদেশি ভাষার ছবি: ইডা (পোল্যান্ড)

অ্যানিমেটেড ছবি: বিগ হিরো সিক্স 

মৌলিক গান: ‘গ্লোরি’ (জন লিজেন্ড ও কমন-সেলমা)

মৌলিক সুর সংযোজন: দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল (আলেক্সান্ডার ডেসপ্লাট)

চলচ্চিত্র সম্পাদনা: হুইপ্ল্যাশ (টম ক্রস)

চিত্রগ্রহণ : বার্ডম্যান (ইমানুয়েল লুবেজকি)

শব্দ মিশ্রণ: হুইপ্ল্যাশ (ক্রেগ ম্যান, বেন উইলকিন্স, থমাস কার্লি)

শব্দ সম্পাদনা: আমেরিকান স্নাইপার (অ্যালান রবার্ট মারে, বাব অ্যাসম্যান) 

ভিজ্যুয়াল ইফেক্টস: ইন্টারস্টেলার (পল ফ্র্যাঙ্কলিন, অ্যান্ড্রু লকলি, আয়ান হান্টার, স্কট ফিশার)

শিল্প নির্দেশনা: দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল (অ্যাডাম স্টকহাউসেন, আনা পিনক)

পোশাক পরিকল্পনা: দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল (মিলেনা ক্যানোনেরো)

রূপসজ্জা: দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল (ফ্রান্সেস হ্যানন, মার্ক কুলিয়ার)

প্রামাণ্যচিত্র (ফিচার): সিটিজেন ফোর (লরা পয়েট্রাস, ডার্ক উইলুৎজকি, গ্লেন গ্রিনওয়াল্ড)

প্রামাণ্যচিত্র (শর্ট সাবজেক্ট): ক্রাইসিস হটলাইন : ভেটেরনস প্রেস ওয়ান (এলেন গুসেনবার্গ কেন্ট, ডানা পেরি)

স্বল্পদৈর্ঘ্য ছবি (লাইভ অ্যাকশন): দ্য ফোন কল (ম্যাট কার্কবি, জেমস লুকাস)

স্বল্পদৈর্ঘ্য ছবি (অ্যানিমেটেড): ফিস্ট (প্যাট্রিক ওসবর্ন, ক্রিস্টিনা রীড)

 

বাংলাদেশ সময় : ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

** জুলিয়ান মুরের হাতেই সেরা অভিনেত্রীর অস্কার 
** অস্কারে সেরা অভিনেতা এডি রেডমেইন 
** ইনারিতুর হাতে উঠলো সেরা পরিচালকের অস্কার
** অস্কারে সেরা গান ‘গ্লোরি’র জন্য অশ্রু
** স্নোডেনকে নিয়ে বানানো তথ্যচিত্র অস্কারে সেরা
** অস্কারে সেরা অ্যানিমেটেড ছবি ‘বিগ হিরো সিক্স’
** অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি ‘ইডা’
** অস্কারে সেরা সহ-অভিনেতা হলেন জেকে সিমন্স
** শুরু হলো অস্কার আসর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।