ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

৩০ লাখ ছাড়িয়ে যাওয়ায় পূর্ণদৈর্ঘ্য ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
৩০ লাখ ছাড়িয়ে যাওয়ায় পূর্ণদৈর্ঘ্য ছবি

গত বছরের ঘটনা। ‘মুখোশ মানুষ-দ্য ফেইক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ট্রেলার ছাড়া হয় ইউটিউবে।

এরই মধ্যে ৩০ লাখেরও বেশিবার এটি দেখা হয়েছে। এই বিপুল সাড়ায় অনুপ্রাণিত হয়ে  এবার পূ্র্ণাঙ্গ চলচ্চিত্র হিসেবে তৈরি হচ্ছে এটি।
 
ছবিটির গল্প সাইবার ক্রাইমকে ঘিরে। সাইবার ক্রাইমের শিকার হওয়া একটি মেয়ের অসহায়ত্বের গল্প তুলে ধরা হবে এতে। অভিনয় করেছেন হিল্লোল, নওশীন, কল্যাণ, রাইজা, লামিয়া মিমো, বড়দা মিঠু। এ ছাড়া বিশেষ চরিত্রে দু’জন চমক থাকছেন। তবে তা এখন জানাতে চান না সংশ্লিষ্টরা।

ছবিটির সংলাপ লিখেছেন ও পরিচালনা করবেন ইয়াসির আরাফাত জুয়েল। তিনি জানান, আগামী রোজার ঈদের পরপরই প্রেক্ষাগৃহে এটি মুক্তি দেওয়া হতে পারে।
 
জানা গেছে, ২০১৪ সালের মার্চ এখন পর্যন্ত ছবিটির বেশিরভাগ দৃশ্যের কাজ হয়ে গেছে। কাহিনী ও চিত্রনাট্য সাজিয়েছেন আহাদুর রহমান। ছবির গানগুলো গেয়েছে চিরকুট ব্যান্ড ও আহমেদ হুমায়ূন।

* ‘মুখোশ মানুষ-দ্য ফেইক’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময় : ০৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।