ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্নোডেনকে নিয়ে বানানো তথ্যচিত্র অস্কারে সেরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
স্নোডেনকে নিয়ে বানানো তথ্যচিত্র অস্কারে সেরা এডওয়ার্ড স্নোডেন

মার্কিন সরকারের নজরদারির তথ্য ফাঁস করে আলোড়ন তোলা এডওয়ার্ড স্নোডেনকে ঘিরে নির্মিত ‘সিটিজেন ফোর’ অস্কারে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতলো। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৭তম আসরে পুরস্কারটি গ্রহণ করেছেন এর নির্মাতা লরা পয়েট্রাস।



প্রামাণ্যচিত্রটিতে দেখানো হয়েছে, স্নোডেনের সঙ্গে প্রথমবার সাক্ষাতের জন্য এক প্রামাণ্যবিদ ও এক সাংবাদিকের হংকং যাত্রা। দেশে-বিদেশে মার্কিন সরকারের গোয়েন্দা নজরদারির তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে স্নোডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে।

লক্ষণীয় বিষয় হলো, এবারের অস্কারে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে রাশিয়ার ‘লেভিয়াফান’ না জেতার সঙ্গে স্নোডেনকে আশ্রয় দেওয়ার কারণে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের টানাপোড়েনের সম্পৃক্ততা দেখা হচ্ছে।

আজ সোমবার সকাল সাড়ে ৬টায় লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় ৮৭তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন হলিউড অভিনেতা নীল প্যাট্রিক হ্যারিস। স্টার মুভিজ চ্যানেলে এই আয়োজন সরাসরি প্রচার হচ্ছে।

বাংলাদেশ সময় : ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

** জুলিয়ান মুরের হাতেই সেরা অভিনেত্রীর অস্কার
** অস্কারে সেরা অভিনেতা এডি রেডমেইন
** ইনারিতুর হাতে উঠলো সেরা পরিচালকের অস্কার
** অস্কারে সেরা গান ‘গ্লোরি’র জন্য অশ্রু
** অস্কারে সেরা অ্যানিমেটেড ছবি ‘বিগ হিরো সিক্স’
** অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি ‘ইডা’
** অস্কারে সেরা সহ-অভিনেত্রী প্যাট্রিসিয়া আর্কেট
** অস্কারে সেরা সহ-অভিনেতা হলেন জেকে সিমন্স
** শুরু হলো অস্কার আসর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।