অস্কারের ৮৭তম আসরে সেরা মৌলিক গান হলো ‘গ্লোরি’। ‘সেলমা’ ছবির এই গানটি গেয়েছেন জন লিজেন্ড ও র্যাপার কমন।
সেরা মৌলিক গান বিভাগের পুরস্কার ঘোষণার ঠিক আগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকালো আয়োজনে জন লিজেন্ড ও র্যাপার কমন একসঙ্গে মঞ্চে গানটি পরিবেশন করেন। এ সময় ‘সেলমা’ ছবির অভিনেতা ডেভিড ওয়েলোয়ো, হলিউড অভিনেতা ক্রিস পাইন-সহ অনেকের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। ৩ হাজার ৩০০ আসনে বসে থাকা সব অতিথি তখন জন ও কমনকে দাঁড়িয়ে অভিবাদন জানান। পুরস্কার গ্রহণ করে তারা অনুভূতি জানানোর পরও দাঁড়িয়ে অভিবাদন জানান সবাই।
এবারের অস্কারে সেরা মৌলিক গান বিভাগে ‘গ্লোরি’র পাশাপাশি মনোনয়ন পেয়েছিলো ‘এভরিথিং ইজ অসাম’ (শন প্যাটারসন-দ্য লেগো মুভি), ‘গেটফুল’ (ডায়েন ওয়ারেন, বিয়ন্ড দ্য লাইটস), ‘আই অ্যাম নট গনা মিস ইউ’ (গ্লেন ক্যাম্পবেল ও জুলিয়ান রেমন্ড-গ্লেন ক্যাম্পবেল: আই উইল বি মি) এবং ‘লস্ট স্টারস’ (গ্রেগ আলেক্সান্ডার ও ড্যানিয়েল ব্রাইসবয়েস-বিগিন অ্যাগেইন)।
আজ সোমবার সকাল সাড়ে ৬টায় লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় ৮৭তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন হলিউড অভিনেতা নীল প্যাট্রিক হ্যারিস। স্টার মুভিজ চ্যানেলে এই আয়োজন সরাসরি প্রচার হচ্ছে।
* ‘গ্লোরি’ গানের ভিডিও :
বাংলাদেশ সময় : ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
** জুলিয়ান মুরের হাতেই সেরা অভিনেত্রীর অস্কার
** অস্কারে সেরা অভিনেতা এডি রেডমেইন
** ইনারিতুর হাতে উঠলো সেরা পরিচালকের অস্কার
** স্নোডেনকে নিয়ে বানানো তথ্যচিত্র অস্কারে সেরা
** অস্কারে সেরা অ্যানিমেটেড ছবি ‘বিগ হিরো সিক্স’
** অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি ‘ইডা’
** অস্কারে সেরা সহ-অভিনেত্রী প্যাট্রিসিয়া আর্কেট
** অস্কারে সেরা সহ-অভিনেতা হলেন জেকে সিমন্স
** শুরু হলো অস্কার আসর